একুশে জুলাই ধর্মতলা চলো কর্মসূচিকে সফল করতে হলদিয়াতে বাইক র্যালি নেতৃত্ব দিলেন আজগর!একুশে জুলাই ধর্মতলা চলো কর্মসূচিকে সফল্য করতে হলদিয়াতে বাইক র্যালি হলদিয়া উপস্থিত তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান....রাত …
একুশে জুলাই ধর্মতলা চলো কর্মসূচিকে সফল করতে হলদিয়াতে বাইক র্যালি নেতৃত্ব দিলেন আজগর!
একুশে জুলাই ধর্মতলা চলো কর্মসূচিকে সফল্য করতে হলদিয়াতে বাইক র্যালি হলদিয়া উপস্থিত তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান....
রাত কাটলেই একুশে জুলাই । শহীদদের তর্পনের দিন ২১ শে জুলাই। শহীদ স্মরণ কর্মসূচি ধর্মতলা চলো এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতৃত্ব আজগর আলী পল্টুর নেতৃত্বে প্রায় তিন শতাধিক বাইক র্যালিঅনুষ্ঠিত হয়। পৌরসভার ২৯ টি ওয়ার্ড পরিক্রমা করে হলদিয়া বাড়ঘাসীপুর স্টেডিয়াম ১৯ নম্বর ওয়ার্ডে এসে সমাপ্তি ঘোষনা হয় ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/XQonZd1DcVE
আজকের এই বাইক রেলি উদ্বোধন অনুষ্ঠান থেকে শেষ পর্যন্ত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান দিব্যেন্দু নারায়ণ রায়, শ্যামল মাইতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আজকের এই র্যালি অন্যতম নেতৃত্ব হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজগর আলী পল্টু বলেন আগামীকাল শহীদ দিবস সেই দিবসে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সম্প্রদায়ের জন্য কি ঘোষণা করেন আমাদের সকলেরই জানা দরকার। তিনি বলেন হলদিয়া শিল্পাঞ্চল এলাকা থেকে বেশ কয়েকটি বাস ছাড়ছে ট্রেনে এবং ব্যক্তিগতভাবে ধর্মতলা চলো এই কর্মসূচি সাফল্যমন্ডিত করে তোলার জন্য আহ্বান জানালেন।
No comments