Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সারা ভারত সাধারণ ধর্মঘটে পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক সাড়া!

সারা ভারত সাধারণ ধর্মঘটে পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক সাড়া!সংগ্রামী জনসাধারণকে অভিনন্দন জানালো এ আই ইউ টি ইউ সি!সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  শ্রমিক স্বার্থবিরোধী চারটি শ্রমকোড বাতিল,অস্বাভাবিক  মূল্যবৃদ্ধি রোধ ও সমস্ত বেকার…

 



সারা ভারত সাধারণ ধর্মঘটে পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক সাড়া!সংগ্রামী জনসাধারণকে অভিনন্দন জানালো এ আই ইউ টি ইউ সি!

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  শ্রমিক স্বার্থবিরোধী চারটি শ্রমকোড বাতিল,অস্বাভাবিক  মূল্যবৃদ্ধি রোধ ও সমস্ত বেকারের কাজ,স্থায়ী কাজে অস্থায়ী কর্মী নিয়োগ বন্ধ, সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের বাঁচার মত মজুরী ও সামাজিক সুরক্ষা, চা বাগান ও জুটমিল সহ সমস্ত বন্ধ কারখানা খোলা, স্কীম ওয়ার্কার্সদের সরকারি কর্মীর স্বীকৃতি,কৃষক ও গ্রামীণ শ্রমজীবী মানুষের স্বার্থে সমস্ত ফসলের নূন্যতম সহায়ক মূল্য গ্যারান্টি আইন, ২০০ দিনের কাজ ও ৬০০ টাকা মজুরী নিশ্চিত করা সহ ১৭ দফা দাবীতে এ.আই.ইউ.টি.ইউ.সি. সহ 

     দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনসমুহের ডাকে 

    সারা ভারত সাধারণ ধর্মঘটে পূর্ব মেদিনীপুর জেলার বিরাট অংশের মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে সাধারণ ধর্মঘটকে সফল করছেন। জেলার প্রবেশদ্বার মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে কোন বাস বের হয়নি। 

ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/tIHAWr3z7X8

জাতীয় সড়কে কিছু বেসরকারী যান চললেও বেসরকারী যাত্রীবাহী বাসের দেখা মিলে নি। অধিকাংশ ব্যাংক,পোস্ট অফিস,কোর্ট ছিল বন্ধ। বেশিরভাগ দোকানপাট খুলেনি। সব মিলিয়ে জেলায় সাধারণ ধর্মঘটে ব্যাপক সাড়া লক্ষ্য করা গিয়েছে। এজন্য শ্রমিক-কৃষক সহ সমস্ত স্তরের শ্রমজীবী-মেহনতী জনসাধারণকে আমরা এ আই ইউ টি ইউ সি'র পূর্ব  মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। 

প্রসঙ্গত উল্লেখ্য, ১৬ নম্বর জাতীয় সড়কের মেচগ্রামে সকাল ৮ টা থেকে ৮-৩০ টা , ১১৬-বি  জাতীয় সড়কের মেছেদায় সকাল ১১ থেকে ১১-৩০ টা পর্যন্ত  জাতীয় সড়ক অবরোধ করেন ধর্মঘটীরা। সকাল ৬ টায় হলদিয়া-পাঁশকুড়া রেলওয়ের রানীচকে রেল অবরোধ করলে পুলিশ বিক্ষোভকারী ৬ জনকে গ্রেফতার করে। এছাড়াও মেচেদা বাস স্ট্যান্ড ও পাঁচমাথার মোড়- তমলুক-নিমতৌড়ি-চন্ডীপুর-ময়নার বলাইপন্ডা-এগরা দীঘা মোড় ও ত্রিকোণ পার্ক প্রভৃতি স্থানে পথ অবরোধ হয়। এর সাথে কোলাঘাট,পাঁশকুড়া ষ্টেশন বাজার,নোনাকুড়ি,এগরা,কাঁথি,পটাশপুর,বাজকুল,ভগবানপুর প্রভৃতি স্থানেও পিকেটিং করে ধর্মঘট সফল করার আহ্বান জানান ধর্মঘটীরা। মেচগ্রামের অবরোধে নেতৃত্ব দেন এ আই ইউ টি ইউ সি'র জেলা সভাপতি সমরেন্দ্র নাথ মাজী,হোসিয়ারী মজদুর ইউনিয়নের জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক। মেচেদার কর্মসূচিতে নেতৃত্ব  দেন এ আই ইউ টি ইউ সি'র জেলা সম্পাদক মধুসূদন বেরা। তমলুকের কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা নেতৃত্ব জ্ঞানানন্দ রায়,নিমতৌড়ীতে সঞ্জয় জানা,দুর্গাচকে ফণীভূষণ চক্রবর্তী,কোলাঘাটে মানস সিনহা,কাঁথিতে অমিত মান্না, ময়নায় শশাঙ্ক পাল প্রমুখ।    


 

No comments