Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ধর্মঘটের সমর্থনের পথ,ট্রেন অবরোধ করছেন সমর্থকরা পুলিশ প্রশাসন ধর্মঘটিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন!

ধর্মঘটের সমর্থনের পথ,ট্রেন অবরোধ করছেন সমর্থকরা পুলিশ প্রশাসন ধর্মঘটিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন!আজ ৯ই জুলাই শ্রম কোড  বাতিললের দাবিতে ধর্মঘটের সমর্থনে বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধ রাস্তা অবরোধে বন্ধ ধ সমর্থকরা রাস্তায় নেমেছ…

 



ধর্মঘটের সমর্থনের পথ,ট্রেন অবরোধ করছেন সমর্থকরা পুলিশ প্রশাসন ধর্মঘটিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন!

আজ ৯ই জুলাই শ্রম কোড  বাতিললের দাবিতে ধর্মঘটের সমর্থনে বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধ রাস্তা অবরোধে বন্ধ ধ সমর্থকরা রাস্তায় নেমেছেন। তবে পুলিশ প্রশাসন সতর্ক করেছেন পুলিশ ধর্মঘটের সমর্থকদের সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন আজকের এই ধর্মঘট কিসের দাবিতে?

৯ই জুলাই সারা ভারত ধর্মঘট ডাক দিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন কেন্দ্রীয় সরকার শ্রম কোড চালু করতে চায়। অর্থাৎ শ্রমিকদের ৮ ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে ১২-১৪ ঘন্টা কাজ করতে হবে। জিনিসের দাম যতই বাড়ুক মালিকের ইচ্ছায় সবচেয়ে কম মজুরি দেওয়ার জন্য শ্রম কোড। মালিক বেশি খাটিয়তা কম মজুরি দিলে শ্রমিকের আদালতে যাওয়ার অধিকার কেড়ে নেওয়া। অসহায় শ্রমজীবীদের লড়াইয়ের শেষ হাতিয়ার ধর্মঘট করার অধিকার কেড়ে নেওয়া। ধর্মঘটী শ্রমজীবীদের প্রশাসনিক ফতোয়ায় লক্ষ লক্ষ টাকা জরিমানা করা। স্থায়ী শূন্য পদে অস্থায়ী ঠিকা প্রথা নিয়োগ। ২৯ টি শ্রম আইনের পরিবর্তে সর্বনাশা চারটি শ্রম কোড বাতিল করা। পরিবহন শ্রমিকদের হয়রানি ও জরিমানা করার লক্ষ্যে ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ (১) ও ১০৬(২) উপধারা বাতিল করা। কমপক্ষে মাসিক ছাব্বিশ হাজার টাকা মজুরি আইন চালু করা। ৬০ বছরের ঊর্ধ্বে শ্রমজীবীদের কমপক্ষে মাসিক নয় হাজার টাকা পেনশন চালু করা। সকল শ্রমজীবীদের জন্য উপযুক্ত সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা। খাদ্য ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের বর্ধিত দাম প্রত্যাহার করা। সার্বজনীন গণ বন্টন ব্যবস্থা শক্তিশালী করা। প্রতিবাদে ধর্মঘট। 

No comments