Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আইনজীবী কল্লোল দাস!

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আইনজীবী কল্লোল দাস
তমলুকের নিমতৌড়ীতে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি লিগেল সেলের কনভেনার ও আইনজীবী কল্লোল দাস। বৃহস্পতিবার তিনি তৃণমূলের রাজ্য …

 


বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আইনজীবী কল্লোল দাস


তমলুকের নিমতৌড়ীতে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি লিগেল সেলের কনভেনার ও আইনজীবী কল্লোল দাস। বৃহস্পতিবার তিনি তৃণমূলের রাজ্য ও আইএনটিইউসি সভাপতি ও রাজ্যসভার সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত কুমার রায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন। দলীয় সূত্রে জানা গেছে, এই যোগদানের মাধ্যমে তমলুক ও সংলগ্ন এলাকায় তৃণমূলের আইনজীবী শাখা আরও শক্তিশালী হবে বলে আশাবাদী দলনেতৃত্ব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের উপর ভরসা রেখে বিজেপির একাধিক নেতা-কর্মী তৃণমূলে ফিরছেন। কল্লোল দাসও জানিয়েছেন, উন্নয়ন ও সামাজিক সম্প্রীতির বার্তায় অনুপ্রাণিত হয়েই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।

রাজনৈতিক মহলের মতে, এই যোগদান তমলুকের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে তৃণমূল নেতৃত্বও আশা করছে সামনে পঞ্চায়েত ও অন্যান নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে।

No comments