দীঘায় ঘুরতে এসে সমুদ্রে তলিয়ে গেল ধনিয়াখালি বশোগ্রামের বাসিন্দা!
সৈকত নগরী দিঘায় ঘুরতে এসে সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণ গেল হুগলির ধনিয়াখালির বশোগ্রামের বছর সাতাশের এক বাসিন্দার। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সৈকত …
দীঘায় ঘুরতে এসে সমুদ্রে তলিয়ে গেল ধনিয়াখালি বশোগ্রামের বাসিন্দা!
সৈকত নগরী দিঘায় ঘুরতে এসে সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণ গেল হুগলির ধনিয়াখালির বশোগ্রামের বছর সাতাশের এক বাসিন্দার। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সৈকত শহর দিঘায়। সোমবার দুপুর দুটো দু'টো নাগাদ ওল্ড দিঘার সিওর ঘোলাঘাটে আত্মীয়-স্বজনের সাথে স্নান করতে নেমে তলিয়ে যায়। এদিন বেলা প্রায় বারোটা নাগাদ নিউ দিঘার নতুন জগন্নাথ মন্দির ঘাটের অদূরে দেহ ভাসতে দেখে পুলিশ কর্মীরা উদ্ধার করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপর পরিবারের লোক সনাক্তকরণ করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ সূত্রের খবর। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা সৈকত নগরী এলাকাজুড়ে।
No comments