Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অতি বর্ষণে কৃষকদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের দাবিতে কোলাঘাট বিডিওর নিকট ডেপুটেশন!

অতি বর্ষণে কৃষকদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের দাবিতে কোলাঘাট বিডিওর নিকট ডেপুটেশন!সাম্প্রতিক অতিবর্ষণজনিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান সহ একগুচ্ছ দাবীতে কোলাঘাট বিডিও'র নিকট কৃষক সংগ্রাম পরি…

 


অতি বর্ষণে কৃষকদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের দাবিতে কোলাঘাট বিডিওর নিকট ডেপুটেশন!

সাম্প্রতিক অতিবর্ষণজনিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান সহ একগুচ্ছ দাবীতে কোলাঘাট বিডিও'র নিকট কৃষক সংগ্রাম পরিষদের ডেপুটেশন ও স্মারকলিপি

সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: 

সাম্প্রতিক অতিবর্ষণজনিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান,ব্লকের স্থায়ী জলনিকাশী সহ একগুচ্ছ দাবীতে কোলাঘাট বিডিও'র নিকট কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও গোপাল সামন্ত,কার্তিক চন্দ্র হাজরা,সুদর্শন খাটুয়া,নিবাস মানিক,অসিত সামন্ত,রাম পদ মণ্ডল প্রমূখ। বিডিও অর্ঘ্য ঘোষ দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রতিনিধিদলকে। দাবীগুলির মধ্যে অন্যতম হল-

১) দুর্বাচটী-রূপনারায়ন সহ বিভিন্ন নদীবাঁধগুলি বর্ষা মরশুমে সর্বক্ষণের নজরদারির,বর্ষার পরই রূপনারায়ন নদের কোলাঘাট ব্লক এলাকা পূর্ণ সংস্কার,রাতের অন্ধকারে রূপনারায়ন নদী থেকে বেআইনী বালি চুরি বন্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহন, রূপনারায়ন নদীবাঁধের কোলাঘাটের বাবুয়া থেকে দেনান পর্যন্ত অংশে ভাঙনরোধে বাঁশের খাঁচা ফেলে প্রয়োজনীয় পদক্ষেপ। 

২) সোয়াদিঘী-দেনান সহ যে সমস্ত খালগুলি সংস্কার চলছিল,সেই সংস্কার ও কংক্রিটের ব্রীজ নির্মাণের জন্য খালের ভেতরে দেওয়া ক্রশবাঁধ অবিলম্বে সম্পূর্ণরূপে অপসারণ,সমস্ত অকেজো স্লুইসগেটগুলি সংস্কার,বর্ষার পর-পরই সোয়াদিঘীর অবশিষ্টাংশ,দেহাটী সহ সমস্ত নিকাশী খাল সংস্কার,দেনান-দেহাটি জলনিকাশী প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণ,খাল সংস্কারের পাশাপাশি খালের বাঁধগুলিও শক্তপোক্ত করে নির্মাণ,খালগুলিতে যে যে স্থানে কংক্রিটের ব্রীজ নির্মাণ শুরু হয়েছে বা হবে তা দ্রুততার সঙ্গে সম্পন্ন করা,টোপা ড্রেনেজ খালের গোবিন্দচকের ভগ্ন কাঠের ব্রীজের স্থানে কংক্রিটের ব্রীজ নির্মাণ।  

৩) দ্রুত ব্লকের সমস্ত খালে জমে থাকা কচুরীপানা ও আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করে,গতি প্রদান, ড্রেনেজ খালের ভেতরে থাকা মাছধরার জাল-পাটা অপসারণ,দেউলবাড় ও গোবিন্দচক স্লুইস গেট থেকে মাঠ পর্যন্ত নাসা খাল প্রশস্ত ও পরিষ্কার,নিকাশী খালের ভেতর অবৈধ নির্মাণ বন্ধে তৎক্ষণাৎ  উপযুক্ত ব্যবস্থা গ্রহণ,বরদাবাড় সংলগ্ন দেউলবাড়ের সবিতা রাইস মিলের বর্জ্য দূষিত জল দেহাটি খালে ফেলানো বন্ধ,দেহাটি,টোপা-ড্রেনেজ সহ নিকাশী খালগুলিতে খালের জলস্তরের কাছে থাকা পি এইচ ই'র পাইপ লাইন বাঁধ বরাবর তোলার বন্দোবস্ত। 

৪) ক্ষতিগ্রস্ত সব্জি ও ফুলচাষীদের অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও ক্ষতিগ্রস্ত আমন ধানচাষীদের পুনরায় বীজতলা ফেলার জন্য সরকারিভাবে বীজ ধান সরবরাহ, সব্জি বিক্রির ক্ষেত্রে ফাটকাবাজি বন্ধে টাস্ক ফোর্সকে সক্রিয় করা। 

৫) দেউলিয়া-খন্যাডিহি রাস্তাটি প্রশস্ত করে ফুটপাত নির্মাণ, দেউলিয়া বাজার সংলগ্ন এলাকার জল নিকাশীর সু-বন্দোবস্ত, রায়চক-বাবুয়া রাস্তাটির দ্রুত পূর্ণ সংস্কার,সিদ্ধা-পীতপুর রাস্তাটির যাতায়াতের অযোগ্য অংশগুলি পূর্ণ সংস্কার, সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েতের উত্তর জিঞাদা পড়িয়া পাড়া থেকে টোপা ড্রেনেজ খালের বাঁধ পর্যন্ত রাস্তাটি কংক্রিটের করা,টোপা-ড্রেনেজ খালের উত্তর দিকের বাঁধটি কংক্রিটের রাস্তায় রূপান্তর,পি এইচ ই'র পাইপ লাইনের জন্য ক্ষতিগ্রস্ত সমস্ত গ্রামীণ রাস্তার ওই অংশগুলি সংস্কার প্রভৃতি।

নারায়ণবাবু অভিযোগ করেন,২০২১ সালের পর থেকে প্রতিবছর বর্ষার সময় ব্লকের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হলেও এখনো একটিও নিকাশী খাল পূর্ণাঙ্গ সংস্কার  হয়নি। ফলস্বরূপ ব্লক এলাকার হাজার হাজার মানুষ বর্ষার সময় বন্যা আতঙ্কে দিন কাটাতে বাধ্য হচ্ছেন।



No comments