দুই ছেলে বিধবা মাকে ঘর থেকে বের করে দিল এলাকায় চাঞ্চল্য! স্বামীকে হারিয়েছিলেন রেনুকা সামন্ত বর্তমানে দুই সন্তান। একজন হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় গাড়ির ড্রাইভিং করেন এবং আরেকজন স্কুলের শিক্ষক দুই সন্তানকে লালন পালন করেছিলেন আ…
দুই ছেলে বিধবা মাকে ঘর থেকে বের করে দিল এলাকায় চাঞ্চল্য!
স্বামীকে হারিয়েছিলেন রেনুকা সামন্ত বর্তমানে দুই সন্তান। একজন হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় গাড়ির ড্রাইভিং করেন এবং আরেকজন স্কুলের শিক্ষক দুই সন্তানকে লালন পালন করেছিলেন আজ বৃদ্ধ হয়েছে মা। বয়স কালেই ছেলেরা তাকে বাড়িতে থাকতে দিল না। ঘর থেকে বের করে দিল এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত পূর্ব শ্রীকৃষ্ণপুর গ্রামে।রেনুকা সামন্ত বড় ছেলের নাম পশুপতি সামন্ত ছোট ছেলে বৃহস্পতি সামন্ত , গ্রাম কমিটি দুই ছেলে কে নিয়ে বসে আলাপ-আলোচনা করেছেন কিন্তু কোন মতেই দুই ছেলে বৃদ্ধ মাকে তাদের বাড়িতে রাখতে নারাজ। বৃদ্ধ মা বেশ কয়েকদিন গ্রামের বিভিন্ন লোকের বাড়িতে রাত কাটাচ্ছেন কিন্তু একটা সময় তো ছিল বাস্তু জায়গা জল জমি, পুকুর গাছ, ভরা সংসার নিয়ে দুই ছেলে স্বামী স্ত্রী বসবাস করতেন। স্বামী মারা যেতেই দুই ছেলে বদলে গেল এখন জায়গা যদি সবটাই ছেলেদের লিখে দেওয়া হয়েছে। আর সেজন্যই বাড়ি থেকে বের করে দেওয়া শুধু নয়। দুটো খেতেও দিল না। গ্রামের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন রেনুকা দেবী।
প্রথমে দুই ছেলে সাংবাদিকদের পাত্তাই দিচ্ছিল না কিন্তু হলদিয়ার নিউজের সাংবাদিকের পরিচয় দিতেই অবশেষে ছেলেরা সাংবাদিককে বসালেন আলাপ আলোচনা করলেন তার এর মায়ের একটাই সমস্যা বয়স হয়েছে খিটখিটে মেজাজ হয়েছে। হয়তো কোন সময় কিছু কথা বলে ফেলছে আর সেই জন্যই দুই ছেলে রেগে গিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিলেন। পূর্ব শ্রীকৃষ্ণপুর গ্রাম কমিটির সকল সদস্যরা জানালেন এক সময়ে জায়গা জমি ঘর এবং গাছপালা ছিল ছেলেরা সমস্ত কিছু দখল করে নিয়েছে। আজকের তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এর বাড়ি ওর বাড়ি রাত কাটাচ্ছেন কিন্তু গ্রাম কমিটির সকল সদস্যরা রেনুকা দেবী দুই ছেলেকে জানিও কোন কাজ হয়নি। অবশেষে তারাও পুলিশের দ্বারস্থ হলেন প্রশাসন কি করবেন এই মুহূর্তে সেটাই এখন দেখার।
No comments