হলদিয়াতে সত্য সাঁইবাবার রথ!
শ্রী সত্য সাই সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে সারা ভারত জুড়ে চলছে রথ পরিক্রমা। আজ হাওড়া জেলা থেকে সকাল ৯'টা নাগাদ কোলাঘাটে দিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় এই রথ প্রবেশ করবে। হলদিয়া টাউনশিপে এগারোটা থেকে…
হলদিয়াতে সত্য সাঁইবাবার রথ!
শ্রী সত্য সাই সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে সারা ভারত জুড়ে চলছে রথ পরিক্রমা। আজ হাওড়া জেলা থেকে সকাল ৯'টা নাগাদ কোলাঘাটে দিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় এই রথ প্রবেশ করবে। হলদিয়া টাউনশিপে এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ আসার কথা। এরপর এই রথ টাউনশিপ ঘুরে আবার নন্দকুমার হয়ে যাবে হেঁড়িয়া। সেখান থেকে বিভিন্ন এলাকা ঘুরে বিকেলে যাবে খেজুরির হিজলী শরিফ। সেখানে রাত্রি বাস। আগামীকাল কাঁথি হয়ে দীঘা যাবে।
No comments