বৈধ জায়গার মালিকদের আবেদনে সড়া দিয়ে পূর্ত দপ্তরের অনুমতি ক্রমে তৈরি দোকান ভাঙলো প্রশাসন!
পূর্ত দপ্তরের নিয়ম না মেনে তৈরি হয়েছিল দোকান । দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে রমরমিয়ে চলছিল ব্যবসা। এনিয়ে পেছনের জায়গার মালিকের পক্ষ থেকে দোক…
বৈধ জায়গার মালিকদের আবেদনে সড়া দিয়ে পূর্ত দপ্তরের অনুমতি ক্রমে তৈরি দোকান ভাঙলো প্রশাসন!
পূর্ত দপ্তরের নিয়ম না মেনে তৈরি হয়েছিল দোকান । দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে রমরমিয়ে চলছিল ব্যবসা। এনিয়ে পেছনের জায়গার মালিকের
পক্ষ থেকে দোকানদারদের বার বার বলার পরেও কেউ কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত জল গড়ায় নিম্ন থেকে উচ্চ আদালতে। অবশেষে কলকাতা আদালতের নির্দেশ মতো সেই ‘বেআইনি’ নির্মাণ ভাঙল এগরা থানার পুলিশ ও স্থানীয় এগরা ২ ব্লক প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের তাজপুরের ঘটনা। কড়া পুলিশি নিরাপত্তায় এগরা - কাঁথি রাজ্য সড়কের পাশে তাজপুর বাসস্ট্যান্ডের পাশে থাকা সাতটি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে তাজপুর বাজার সংলগ্ন এলাকায় সাময়িক উত্তেজনা তৈরী হয়। পরে বিশাল সং্খ্যক পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে উচ্ছেদ হওয়া দোকানদারেরা দাবি করছেন, তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পুনর্বাসন দেওয়া হোক।
No comments