মিড ডে মিলের পাতে তালের বড়া খাওয়ানো হলো ছাত্র-ছাত্রীদের!শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী স্কুলে ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকার জন্মদিন বিবাহ বার্ষিকী এবং মনীষীদের জন্মদিন মৃত্যু দিবস উদযাপন করা বাঞ্ছনীয় যাতে ছাত্রছাত্রীরা মনীষীদ…
মিড ডে মিলের পাতে তালের বড়া খাওয়ানো হলো ছাত্র-ছাত্রীদের!
শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী স্কুলে ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকার জন্মদিন বিবাহ বার্ষিকী এবং মনীষীদের জন্মদিন মৃত্যু দিবস উদযাপন করা বাঞ্ছনীয় যাতে ছাত্রছাত্রীরা মনীষীদের আদর্শে অনুপ্রাণিত হয়। এবং তাদের মন ভালো থাকে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া পৌরসভার ১৭ নম্বর আদর্শ ওয়ার্ড অন্তর্গত ডিঃঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়। স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শুভানুধ্যায়ীদের উদ্যোগে বিভিন্ন সময় ফল মিষ্টান্ন এবং মাছ মাংস খাওয়ানো হয়। আজ ডিঃঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হলো তালের বড়া। বিদ্যালয়ে সহশিক্ষক যশরাজ ব্রহ্মচারী বলেন আমাদের বিদ্যালয়ে মরসুম অনুযায়ী ফল বিভিন্ন খাওয়ানো হয় যেমন দুধ কলা মাছ মাংস আমের সময় আম কাঁঠালের সময় কাঁঠাল ইত্যাদি খাওয়ানো হয়েছে। ঠিক একইভাবে আজ আমাদের বিদ্যালয় মিড ডে মিলে সাথে ছাত্রছাত্রীদের তালেরবড়া খাওয়ানো হলো বাচ্চারা খুব খুশি আনন্দিত।
No comments