বিদ্যাসাগর -সাহেব আলি খাঁন
বীরসিংহের বীর পুরুষ বিদ্যাসাগর বীর, ছিলনা তাঁর অহংকার ছিল উন্নত শির।মোটা কাপড়ের পোষাক - আশাক পেটে ছিলনা ভাত, স্বপ্ন তাঁর অনেক বড়ো সমাজ গড়ার কাজ।বাল্য বিবাহ সমাজের ক্ষতি সে কথা বুঝেছে সাগর, ধর্ম গুরুরা কর…
বিদ্যাসাগর -সাহেব আলি খাঁন
বীরসিংহের বীর পুরুষ বিদ্যাসাগর বীর,
ছিলনা তাঁর অহংকার ছিল উন্নত শির।
মোটা কাপড়ের পোষাক - আশাক পেটে ছিলনা ভাত,
স্বপ্ন তাঁর অনেক বড়ো সমাজ গড়ার কাজ।
বাল্য বিবাহ সমাজের ক্ষতি সে কথা বুঝেছে সাগর,
ধর্ম গুরুরা করেছে শুরু আখের গোছানোর কলরব।
মানবনা আমরা সাগরের কথা,
বাল্য বিবাহ চলবে এ প্রথা।
শুরু হলো সংঘাত ধর্ম গুরুরা অস্ত গেল বিদ্যাসাগরের প্রভাত।
No comments