শতাব্দি প্রাচীন গোঁসাইদের পূর্ণিমার রথ!পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে গোঁসাইদের শতাব্দি প্রাচীন রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/t-Ie_HV7eQM দিন পরিবর্তন হয়েছে রথের কাঠাম…
শতাব্দি প্রাচীন গোঁসাইদের পূর্ণিমার রথ!
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে গোঁসাইদের শতাব্দি প্রাচীন রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/t-Ie_HV7eQM
দিন পরিবর্তন হয়েছে রথের কাঠামো পরিবর্তন হয়েছে। গোঁসাইদের পরিবারের কূল দেবতা ব্রজ গোপাল রাধা কৃষ্ণের এই রথ। আষাঢ় মাসের পূর্ণিমায় রথের মেলা বসে। এই রথ কে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে বহু ভক্ত উপস্থিত হন রথের রশ্মিতে টান দিয়ে পূর্ণ লাভের জন্য। বসে যায় বহু দোকান বর্তমানে এই রথ দেভোগ গ্রাম কমিটির পরিচালনা করছেন যার মূল উদ্যোক্তা রয়েছেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুল রহমান । সমস্ত ধর্ম বর্ণের মানুষের অক্লান্তিক প্রচেষ্টায় সর্ব ধর্মের সমন্বয়ে এই রথ বর্তমানে পরিচালিত হয় । গোঁসাইদের পরিবারের সকলেই গ্রাম কমিটির সকল সদস্যদের নিয়েই বর্তমানে এই রথ চলছে যদিও রথের চূড়া অনেকটাই ছোট হয়েছে কিন্তু প্রাচীন এই রথ দেখার জন্য প্রায় পাশাপাশি আট থেকে দশটি গ্রামের মানুষ জোড়ো হন। আজকের এই রথের মেলায় গোঁসাই পরিবারের সকল সদস্যরা যেমন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দেভোগগ্রাম কমিটির সকল সদস্য। সম্প্রীতির বার্তা দিলেন প্রাক্তন কাউন্সিলর আজিজুল রহমান।
No comments