ডিঃঘাসীপুর আমরা সবাই পরিচালনায় শ্রীকৃষ্ণের রথযাত্রা উৎসব!পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড আমরা সবাই পরিচালনায় শ্রীকৃষ্ণ রাধারানীজীউর ৮ম পূর্ণিমার রথযাত্রার উৎসব মেতেছেন পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষ।ভিডি…
ডিঃঘাসীপুর আমরা সবাই পরিচালনায় শ্রীকৃষ্ণের রথযাত্রা উৎসব!
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড আমরা সবাই পরিচালনায় শ্রীকৃষ্ণ রাধারানীজীউর ৮ম পূর্ণিমার রথযাত্রার উৎসব মেতেছেন পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/zM8YRhd674o
বসেছে মেলা সুস্থ সংস্কৃতি বজায় রাখতে ধামসা মাদল রথযাত্রাকে কেন্দ্র করে সারা গ্রাম জুড়ে উৎসবের মেজাজে মেতে উঠেছেন সকলেই । রথযাত্রার আগের দিন চতুর্দশীর উপবাস নারায়ণচন্দ্র প্রধানের বাড়িতে অনুষ্ঠিত হয়। রথযাত্রার সকালে রাধারানীকে ভোগ নিবেদনের মধ্য দিয়ে প্রায় ৫ হাজার ভক্তদের প্রসাদ সেবন এবং বিকাল চারটায় রথের দড়িতে টান পড়ে। গ্রামের মূল মন্দির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। এই রাথকে কেন্দ্র করে বহু দোকান বসেছে। জানালেন রথ কমিটির মূল উদ্যোক্তা নারায়ণ চন্দ্র প্রধান।
No comments