Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া রিফাইনারি এমপ্লয়ীজ নির্বাচনে সি আই টি ইউ খাতা খুলতে পারল না!

হলদিয়া রিফাইনারি এমপ্লয়ীজ নির্বাচনে সি আই টি ইউ খাতা খুলতে পারল না!হলদিয়ারি ফাইনারি পার্মানেন্ট শ্রমিকরা তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের জন্য তৎপর হলেন। ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/tlBvHIIkNboহলদিয়া টাউনশিপ এমপ্…

 


হলদিয়া রিফাইনারি এমপ্লয়ীজ নির্বাচনে সি আই টি ইউ খাতা খুলতে পারল না!

হলদিয়ারি ফাইনারি পার্মানেন্ট শ্রমিকরা তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের জন্য তৎপর হলেন। 

ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/tlBvHIIkNbo

হলদিয়া টাউনশিপ এমপ্লয়ীজ ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয় । ভোট গ্রহণ শুরু হয় সকাল পাঁচটা থেকে চলে বিকাল চার টা পর্যন্ত। টানটান উত্তেজনা মূলত দুটি দল এই নির্বাচনে অংশগ্রহণ করেন। তারা হলেন হলদিয়া রিফাইনারি ইমপ্লয়ীজ ইউনিয়ন এবং সি আই টি ইউ।


হলদিয়ারি ফাইনারি স্থায়ী কর্মচারী ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে হলদিয়া রিফাইনারি এমপ্লয়ি ইউনিয়ন নির্দল ও হলদিয়া রিফাইনারি এমপ্লয়ীজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন সিআইটিইউ সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে মোট ভোটার ৮৫০ জন । তাদের মধ্যে ৮২৫ জন ভোটদানের অংশগ্রহণ করেন। হলদিয়ারি ফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়ন নির্দল পেয়েছে ৫৯১ টি ভোট। এই ভোট পেয়ে তারা পুনরায় ক্ষমতায় এসেছে। সিআইটিইউ নিয়ন্ত্রিত হলদিয়া রিফাইনারি এমপ্লয়োজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন পেয়েছে ২২৫ টি ভোট ৯টি ভোট বাতিল হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন পার্থ সাহা এবং সভাপতি নির্বাচিত হয়েছেন শুভেন্দু চক্রবর্তী সমস্ত ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন নতুন নির্বাচিত ইউনিয়ন বোর্ড। এই নির্বাচনে সকল ভোটারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন হলদিয়া রিভাইনারি কো-অপারেটিভ কনজিউমারস যুগ্ম সম্পাদক  সুমন চক্রবর্তী এবং জন্মেনজয় মান্না।


No comments