শিবদাস ঘোষের স্মরণ দিবস উদযাপন উপলক্ষে সভা!
৫ ই আগস্ট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের স্মরণ দিবস উদযাপন উপলক্ষে আজ ভোগপুর শহীদ স্মৃতি ভবনে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় মুল বক্তব্য রাখেন এস ইউ সি আই (কমি…
শিবদাস ঘোষের স্মরণ দিবস উদযাপন উপলক্ষে সভা!
৫ ই আগস্ট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের স্মরণ দিবস উদযাপন উপলক্ষে আজ ভোগপুর শহীদ স্মৃতি ভবনে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় মুল বক্তব্য রাখেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য কমল সাঁই। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,দলের জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক,মধুসূদন বেরা। সভা পরিচালনা করেন লোকাল কমিটির সম্পাদক জন্মেজয় মান্না। কমল সাঁই তার বক্তব্যে শিবদাস ঘোষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ, পরবর্তী ক্ষেত্রে এসইউসিআই কমিউনিস্ট দল গঠন, পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে দলকে শক্তিশালী করা প্রভৃতি বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। নারায়নবাবু তার বক্তব্যে দলকে এই এলাকায় শক্তিশালী করার পাশাপাশি দলের নেতৃত্বে গড়ে ওঠা বিভিন্ন আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
No comments