হলদিয়াতে ইএসআই হাসপাতাল দ্রুত চালু করার দাবিতে বিএম এস এর ডেপুটেশন!পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া বন বিষ্ণুপুরে অবস্থিত নবনির্মিত বিল্ডিং ইএসআই হাসপাতাল। কেন্দ্র সরকারের টালবাহানার জন্য পড়ে রয়েছে। তমলুক লোকসভা কেন্দ্রে…
হলদিয়াতে ইএসআই হাসপাতাল দ্রুত চালু করার দাবিতে বিএম এস এর ডেপুটেশন!
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া বন বিষ্ণুপুরে অবস্থিত নবনির্মিত বিল্ডিং ইএসআই হাসপাতাল। কেন্দ্র সরকারের টালবাহানার জন্য পড়ে রয়েছে। তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন দ্রুত হাসপাতাল চালু করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। বিভিন্ন রাজনৈতিক দলের দাবি উঠেছিল দ্রুত হাসপাতাল চালু করার জন্য। ভারতীয় মজদুর সংঘ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ দ্রুত ইএসআই হাসপাতাল চালু করা সহ প্রায় পাঁচ দফা দাবিতে ই এস আই হাসপাতালে ডেপুটেশন দিল বি এম এস । বর্তমানে ইএসআই হাসপাতালটি ভাড়া ঘরে রয়েছে দুর্গাচকে, সেখানে ডিস্পেন্সারি চালু সহ নতুন বিল্ডিং উদ্বোধন করার জন্য আজ ডেপুটেশন দিল দিয়াতে ই এস আই হাসপাতালে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন ভারতীয় মজদুর সংঘ পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক চন্দন প্রামাণিক।
No comments