মহিলাদের ন্যাপকিন ব্যবহার, স্বচ্ছতা বিষয়ক সচেতনতা কর্মসূচি পালন!ভারত সরকার অধীনস্থ জন শিক্ষন সংস্থান--হলদিয়ার উদ্যোগে স্বচ্ছতা বিষয়ক সচেতনতা মুলক কর্মসূচি পালন করা হয়। সংস্হার অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় বলেন স্বচ্…
মহিলাদের ন্যাপকিন ব্যবহার, স্বচ্ছতা বিষয়ক সচেতনতা কর্মসূচি পালন!
ভারত সরকার অধীনস্থ জন শিক্ষন সংস্থান--হলদিয়ার উদ্যোগে স্বচ্ছতা বিষয়ক সচেতনতা মুলক কর্মসূচি পালন করা হয়। সংস্হার অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় বলেন স্বচ্ছ ভারত গড়ার স্বপ্ন কে সার্থক রূপদান করাই এই অনুষ্ঠানের মুল উদ্দেশ্য। তিনি বলেন সমস্ত কুসংস্কার কে দূরে সরিয়ে মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে নিজেকে সচেতন হতে হবে ও প্রতিবেশী কেও সচেতন করতে হবে। তবেই কেবল মাত্র স্বচ্ছ ও উন্নয়নশীল দেশ গড়া সম্ভব।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজিতপুর সারদামনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী সুমনা পাহাড়ী। তিনি তার বক্তব্যে মেয়েদের ন্যাপকিন ব্যবহারের বিষয়ে কিছু সতর্কতার কথা উল্লেখ করেন। তিনি বলেন পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ বিষয়ে মহিলাদের বিশেষ যত্নশীল ও সচেতন হতে হবে। নিজেকে ও পাশাপাশি সবাই কে এ বিষয়ে সচেতন করার দায়িত্ব নিতে হবে। তিনি আরোও বলেন সমাজের মধ্যে ছোট্ট ছোট্ট শিশুদের মনে প্রথম থেকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইউজ এণ্ড থ্রো.. , ফলেই সকলের মধ্যে একটাই ধারণা আসছে ইউজ এন্ড থ্রো আর সেজন্যই কলম ব্যবহার করে যেমন ছুঁড়ে ফেলে দেওয়া হয় ঠিক বাবা-মা যারা আমাদের জন্মদাত্রা তাদেরকে ব্যবহার করার পর বয়স হলে আমরা কোন সময় বৃদ্ধাশ্রম অথবা বাড়ি থেকে বের করে দেওয়া অর্থাৎ ইউজ এণ্ড থ্রো এই ভাষাটা তুলে দেওয়া তবেই সমাজের সামাজিকতার সঙ্গেই সুস্থ সমাজ হিসেবে মানুষ জীবনযাপন করতে পারবে।জন শিক্ষন সংস্থানের প্রায় শতাধিক ছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন শিক্ষিকাবৃন্দ, অমিতাভ বাগ,পুলক পট্টনায়েক,নুর ইসলামওভাগীরথী মন্ডল। সমগ্র অনুষ্ঠান টি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার উদয় শংকর মন্ডল।
No comments