অকাল বন্ ধ ?একুশে জুলাইয়ের জন্য রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে বাস,ভোগান্তির শিকার,নিত্যযাত্রী-সহ সাধারণ মানুষ!সাধারণ মানুষের একাংশ অভিযোগ করছেন একুশে জুলাই শহিদ সমাবেশের জন্য রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে বাস। দু - একটি লোকাল বাস চলল…
অকাল বন্ ধ ?একুশে জুলাইয়ের জন্য রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে বাস,ভোগান্তির শিকার,নিত্যযাত্রী-সহ সাধারণ মানুষ!
সাধারণ মানুষের একাংশ অভিযোগ করছেন একুশে জুলাই শহিদ সমাবেশের জন্য রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে বাস। দু - একটি লোকাল বাস চললেও শহরে এবং শহরতলিতে রাস্তায় দেখা যাচ্ছে না দূরপাল্লার বাস। দূরপাল্লার বাস না থাকায় চরম সমস্যায় নিত্যযাত্রীরা। যাত্রীবাহী বাসগুলিকে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাধারণ মানুষের ভরসা শুধুই টোটো-অটো বা চারচাকা। তমলুক, হলদিয়া, পাঁশকুড়া, কাঁথি, এগরা, দিঘা, রামনগর-সহ বিভিন্ন বাসস্ট্যান্ডে নিত্যযাত্রীদের করুন অবস্থা ছবি লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মিলছে না বাস , চরম ভোগান্তির শিকার জন সাধারণ। বেশি অর্থ দিয়ে কর্ম স্থলে বা গন্তব্যে পৌঁছাতে হচ্ছে সাধারণ মানুষজনদের বলেই অভিযোগ। তবে দিনভর এমনই ছবি দেখা গেলো সারা পূর্ব মেদিনীপুরে।
No comments