Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মুখ্য নির্বাচনী আধিকারীকের দপ্তরকে এবার স্বাধীন করার উদ্যোগ কমিশনের!

মুখ্য নির্বাচনী আধিকারীকের দপ্তরকে এবার স্বাধীন করার উদ্যোগ কমিশনের!রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকের (সিইও) দপ্তরকে টিকে রাজ্যে স্বরাষ্ট্র দপ্তরের আওতার বাইরে এনে স্বাধীন প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিতে হবে। এই দপ্তরে অফিসারদের …

 



মুখ্য নির্বাচনী আধিকারীকের দপ্তরকে এবার স্বাধীন করার উদ্যোগ কমিশনের!

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকের (সিইও) দপ্তরকে টিকে রাজ্যে স্বরাষ্ট্র দপ্তরের আওতার বাইরে এনে স্বাধীন প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিতে হবে। এই দপ্তরে অফিসারদের নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দপ্তরটিকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের আওতায় বাইরে এনে স্বাধীন প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিতে হবে। এই দপ্তরের বিভিন্ন অফিসারদের নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে। নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে এই  নির্দেশ সম্বলিত একটি চিঠি পাঠানো হয়েছে। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। নতুন ভোটার তালিকা তৈরীর জন্য বিহার মডেলে বিশেষ নিবিড় পর্যালোচনার এসআইআর সম্ভাবনা পরিপ্রেক্ষিতে কমিশনের এই উদ্যোগ খুবই তাৎপর্যপূর্ণ। মনে করছে প্রশাসনিক মহল।

 রাজ্যের সিইও দপ্তরটি রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের অধীন। যদিও নির্বাচন কমিশনের নির্দেশেই সেটি পরিচালিত হয়। কমিশন এই অফিসটি কে একটি স্বাধীন দপ্তরে পরিণত করতে চাইছে। কমিশনের পক্ষ থেকে মুখ্য সচিব কে পাঠানো চিঠিতে বলা হয়েছে‌। সিও অফিস প্রশাসনিক আর্থিক ক্ষমতার ক্ষেত্রে খামতি আছে। অফিসটি অর্থ দপ্তরের উপর নির্ভরশীল। এটি স্বরাষ্ট্র দপ্তরের অধীন। দপ্তরটির নেতৃত্ব দেন প্রধান সচিব পর্যালয়ে একজন অফিসার । সেখানে সিইও একজন অতিরিক্ত মুখ্য সচিব পর্যায়ে আধিকারিক। এই পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসনকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

 সিইও দপ্তরটিকে স্বরাষ্ট্র দপ্তরের আওতা থেকে বের করে একটি স্বাধীন দপ্তরের মর্যাদা দিতে হবে। নির্বাচনী দপ্তরের অর্থ বরাদ্দের জন্য পৃথক বাজেট হেড থাকবে। অন্যান্য ‌ দপ্তরের সচিবদের মতো সিইওকে আর্থিক ক্ষমতা দিতে হবে। এর ফলে সিইওর অফিস প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা পাবে, যা তাদের  নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার সাহায্য করবে। সিওকে সাহায্য করার জন্য আর্থিক উপদেষ্টা নিয়োগ করতে হবে । আগামী বিধানসভা নির্বাচন পরিচালনার জন্য এই অফিসে অন্যান্য অফিসারদের শূন্য পদ গুলি পূরণ করতে হবে। কাজ করতে হবে কমিশনের সঙ্গে পরামর্শক্রমেই।

No comments