শিল্পশহর দুর্গাচক বাজারে নামি আবাশিক হোটেলে আগুন আতঙ্কিত এলাকার পাশাপাশি দোকানদার!হলদিয়া দুর্গা চক নিউ কলোনি বাজারে অবস্থিত বিভিন্ন প্রশাসনিক অফিস তারই সাথেই রয়েছে বড় বড় দোকান শোরুম হোটেল রয়েছে। ভিডিও দেখতে ক্লিক করুনhttps:…
শিল্পশহর দুর্গাচক বাজারে নামি আবাশিক হোটেলে আগুন আতঙ্কিত এলাকার পাশাপাশি দোকানদার!
হলদিয়া দুর্গা চক নিউ কলোনি বাজারে অবস্থিত বিভিন্ন প্রশাসনিক অফিস তারই সাথেই রয়েছে বড় বড় দোকান শোরুম হোটেল রয়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/McOiTMsj69U
হঠাৎ আগুনে শিখা দেখতে পেয়ে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। দমকল দপ্তরের খবর দিলে দুটি দমকলের ইঞ্জিন বেশি আগুন নেভানোর কাজ লাগে তবে কিভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি । আগুন লাগার ঘটনায় তদন্তে নেমেছেন দুর্গাচক থানার পুলিশ। তবে এই ঘটনায় কটাক্ষ করেছেন অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন জেলা নেতৃত্ব চীনাংশু গোস্বামী।তিনি বলেন রাজ্যে চুরি দুর্নীতি যেমন সাধারণ মানুষের দেখে অভ্যস্ত হয়ে গেছে। ঠিক তেমনি নিত্য দিন বিভিন্ন জায়গায় আগুন লাগছে। সাধারণ মানুষ দেখছে। কিন্তু প্রশাসনের উদ্যোগে হোটেল রেস্টুরেন্টে অগ্নি নির্বাহক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে না।
No comments