Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলার এসবিআই এটিএম সিকিউরিটি এণ্ড কেয়ারটেকরদের ডেপুটেশন!

পূর্ব মেদিনীপুর জেলার এসবিআই এটিএম সিকিউরিটি এণ্ড কেয়ারটেকরদের ডেপুটেশন!পূর্ব মেদিনীপুর জেলার  ৮৪ টি এটিএম রয়েছে সেই সকল এটিএম গুলি রক্ষণাবেক্ষণ করেন গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড। এটিএমে একজন করে কর্মী থা…

 




পূর্ব মেদিনীপুর জেলার এসবিআই এটিএম সিকিউরিটি এণ্ড কেয়ারটেকরদের ডেপুটেশন!

পূর্ব মেদিনীপুর জেলার  ৮৪ টি এটিএম রয়েছে সেই সকল এটিএম গুলি রক্ষণাবেক্ষণ করেন গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড। এটিএমে একজন করে কর্মী থাকেন সেই সকল কর্মীদের প্রায় গত ৬ মাস পিএফ, ইএসআই জমা পড়েনি এবং গত তিন মাস তাদের বেতন হয়নি সেই নিয়ে আজ আইএনটিটিইউসি পতাকা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার শহর তমলুক এসবিআই আরবিও অফিসে ডেপুটেশন দিলেন। তাদের দাবি অবিলম্বে তাদের বেতন এবং পিএফ,ইএসআই চালু করার দাবি রাখলেন যদিও এসবিআই আরবিও ম্যানেজমেন্ট তাদের দাবি গুলি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই আন্দোলের পরিপ্রেক্ষিতে কি বললেন অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন জেলা সভাপতি চিনাংশু গোস্বামী।


No comments