সারপ্রাইজ ভিজিটে এসে জেলা শাসকের সামনে রুগীর পরিবাররা অভিযোগ করতেই শাসানো হলো রোগীর পরিবারকে?
সারপ্রাইজ ভিজিটে এসেছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী সেদিন বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখেছিলেম খাবারের গুণগত মান পরিষ্কার-পরিচ্ছন্ন এবং রোগীর…
সারপ্রাইজ ভিজিটে এসে জেলা শাসকের সামনে রুগীর পরিবাররা অভিযোগ করতেই শাসানো হলো রোগীর পরিবারকে?
সারপ্রাইজ ভিজিটে এসেছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী সেদিন বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখেছিলেম খাবারের গুণগত মান পরিষ্কার-পরিচ্ছন্ন এবং রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা ডাক্তারদের আচার-আচরণ সব বিষয় খতিয়ে দেখেছিলেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/tWBy4dXYhMg
তিনি সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন কিছু কিছু ঠিক রয়েছে আবার কোথাও যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নির্দেশ দিয়ে গিয়েছিলেন ঠিক করে নেওয়ার জন্য। একজন রোগীর পরিবার জেলা শাসকের কাছে অভিযোগ করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে জেলা শাসক চলে যাওয়ার পর সেই রোগীর পরিবারকে হুমকি হেনস্তা কিভাবে করল হাসপাতাল কর্তৃপক্ষ। আপনি সেই রোগীর পরিবারের মুখ থেকে শুনলে অবাক হয়ে যাবেন। আমরা ভগবানের পর ডাক্তারবাবুদের স্থান আমরা মনে করি সেই ডাক্তার বাবুরা রোগীর পরিবারের সঙ্গে কি আচরণ করলেন তাহলে কি আমরা ডাক্তার বাবুদের কাছ থেকে এই আচরণ কি আমরা কখনো পাব বলে আশা করি। আমরা যতটা জানতে পেরেছি হাসপাতালে সরকারি ঔষধ ছাড়াও প্রেসক্রিপশন করে দিতেন বাইরে থেকে ওষুধ কেনার জন্য এখন সরকারী ডাক্তারেরা আর বাইরে ওষুধ কেনার প্রেসক্রিপশন করবেন না সরকারি ঔষধ যেগুলো রয়েছে হাসপাতালে সেইগুলোই করবেন তাহলে জেলাশাসক ভিজিটে এসে সাধারণ রোগীদের কাছে তাদের কথা জানতে চাইছিলেন আর সে কথা বলতে গিয়ে এখন রোগীর পরিবার সমস্যার রয়েছেন এই সমস্যার সমাধান জেলা শাসক করবেন না বিনা চিকিৎসায় ঔষধ এর জন্য রোগীরা মারা যাবেন সেটাই এখন দেখার।
No comments