Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিকিউরিটি দিয়েও চুরি আটকাতে পারল না বন্দর কর্তৃপক্ষ!

সিকিউরিটি দিয়েও চুরি আটকাতে পারল না বন্দর কর্তৃপক্ষ!প্রতিনিয়ত চুরি হচ্ছে বন্দরের আবাসনে আর সেজন্যই বন্দর কর্তৃপক্ষ হলদিয়া বন্দরের আবাসনের বিভিন্ন গেটে সিকিউরিটি মোতায়েন করেছেন আগে সিকিউরিটি থাকতো কিন্তু এত চুরি হতো না কিন্তু …

 


সিকিউরিটি দিয়েও চুরি আটকাতে পারল না বন্দর কর্তৃপক্ষ!

প্রতিনিয়ত চুরি হচ্ছে বন্দরের আবাসনে আর সেজন্যই বন্দর কর্তৃপক্ষ হলদিয়া বন্দরের আবাসনের বিভিন্ন গেটে সিকিউরিটি মোতায়েন করেছেন আগে সিকিউরিটি থাকতো কিন্তু এত চুরি হতো না কিন্তু ইদানিং চুরি বেড়েই চলেছে তার ফলেই আবাসনের যারা আবাসিক রয়েছেন তারা অতিষ্ট হয়ে পড়েছেন।

বন্দরের ভিতরে কিছু আবাসিক  বলেন সিকিউরিটিদের মধ্যে রয়েছে চোরেদের যোগাযোগ । সর্ষের ভিতর ভূত থাকলে কি আর ভূত ছাড়ানো যায়। 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/t9tiWwlSsY8

সিকিউরিটিদের একাংশের বাড়াবাড়িতেই চোরের মাত্রা বেড়েছে। জলের ট্যপের মুখ,  কেবিল, পাইপ লাইন পাইপ,এরা নিশ্চয়ই অন্য জায়গা থেকে কেউ চুরি করতে আসেনি বন্দরের ভিতরে যারা এই সকল রিলেটেড কাজ করেন তারাই চুরি করছেন ঐ সকল সিকিউরিটিদের সহযোগিতা নিয়ে।বন্দর কর্তৃপক্ষ সিকিউরিটি রেখেছেন যারা গেটের ভিতরে আসবেন তারা কেন আসবেন কার কাছে যাবেন সেটা লিপিবদ্ধ করার জন্য। কিন্তু কিছু সিকিউরিটি সেটা না করে উল্টোটা করছেন বন্দর কর্তৃপক্ষ আবাসনের ভিতরে রয়েছে হাসপাতাল ক্লাব অডিটোরিয়াম এবং কো-পারেটিভ কনজ্যুমার দোকান এছাড়া অপরদিকে ডিএভি স্কুল সব মিলিয়ে আবাসনের ভিতরেই অনেক মূল্যবান সংস্থাগুলি রয়েছে। তার ফলেই বন্দরের রিলেটেড মানুষ আসবেন। হাসপাতাল এবং কো-পারেটিভ এর প্রতিনিয়ত। কিন্তু কিছু সিকিউরিটি যারা রয়েছেন গেটে তারা সাধারণ মানুষকে হেরেজ করছেন দেখাচ্ছেন তারা কতটা ডিউটি করছেন? এমনি ঘটনা দেখা গেল কয়েকদিন আগেই প্রেসের শিকার লাগানো গাড়ি যখন গেটের কাছে আসতেই তাদেরকে আটকে দেওয়া হলো । কিন্তু তারই পাশেই সিকিউরিটিদের নিজস্ব চেনা পরিচিত মানুষরাই তাদেরকে কিছু না বলেই ঢুকতে দিল টোটো অটো চালকদের। নিশ্চয়ই মোটরসাইকেলে করে কোন জিনিস চুরি হয়ে যায় না টোটো অটো অথবা কোন গাড়িতে করেই ইলেক্ট্রিক্যাল কেবিল, পাইপ লাইনের ট্যাব এগুলোই চুরি হয়। কোন মোটরবাইকে প্রেস, পুলিশ, এক্স আর্মি এইগুলো লেখা থাকলে নিশ্চয়ই একদিনের জন্য তারা ওই মোটর বাইকে স্টিকার লাগায়নি তারা প্রতি নিয়ত এলাকায় থাকেন  স্টিকার লাগানো।সিকিউরিটিকে বলা সত্ত্বেও প্রেসের স্টিকার লাগানো মোটরবাইক টিকে গেট থেকে বার হতে বাধ্য করলো। এই সকল চুরি হওয়ার পিছনে রয়েছে সিকিউরিটিদের  একাংশের হাত। এলাকার মানুষের অভিযোগ ভালো মানুষের সাথে দুর্ব্যবহার করছে সিকিউরিটি।  যারা হাসপাতালে অথবা কো-অপারেটিভে যাচ্ছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না। কিছু  সিকিউরিটিরদের মনোমতো লোকদেরকে ঢুকতে দিচ্ছে  কোন কিছু জিজ্ঞাসা না করেই এমনি অভিযোগ । তবে এই ঘটনা নিয়ে কি বললেন বন্দরের আবাসিক তথা ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী।

No comments