কি লজ্জা-- মনোজিৎ দাস!
এক সময় -অন্যায় দেখলে প্রতিবাদে ঘুম আসতো না।এখন ন্যায় - অন্যায় বুজতে পারি নাতাই ভীষন ঘুম পায়।একটা সময় ভালো বই পড়লে ঘুম আসতো না,আর এখন বই পড়লে ভীষন ঘুম পায়।তৃতীয় বিশ্ব যুদ্ধ কি আসন্ন ?বৃষ্টির দিনে …
কি লজ্জা-- মনোজিৎ দাস!
এক সময় -
অন্যায় দেখলে
প্রতিবাদে ঘুম আসতো না।
এখন ন্যায় - অন্যায়
বুজতে পারি না
তাই ভীষন ঘুম পায়।
একটা সময় ভালো বই পড়লে ঘুম আসতো না,
আর এখন বই পড়লে
ভীষন ঘুম পায়।
তৃতীয় বিশ্ব যুদ্ধ কি আসন্ন ?
বৃষ্টির দিনে আর গান আসে না রবিঠাকুরের।
আগে বন্ধুদের সাথে আড্ডা দিতে দারুন লাগতো
এখন বন্ধুরা গভীর সংসারী।
নতুন সূর্যের আলোয় - আলোকিত হবে সবার জীবন,
সেই আশায় বুক বেঁধে দিন চলে যায়।।
No comments