Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিঙ্গাপুরে উজ্জ্বল হলদিয়ার তিন খেলোয়াড়!

সিঙ্গাপুরে উজ্জ্বল হলদিয়ার তিন খেলোয়াড়!
ভারতের হয়ে বিদেশে মাস্টার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন হলদিয়ার তিন জন। তাঁরা হলেন সায়ন্তনী সাহা, ইব্রাহিম আলি শেখ এবং সুনীতা প্রসাদ। তিন জনে সিঙ্গাপুর মাস্টার্স ইন্টারন্যাশানাল ট্র্যাক অ্য…

 



সিঙ্গাপুরে উজ্জ্বল হলদিয়ার তিন খেলোয়াড়!


ভারতের হয়ে বিদেশে মাস্টার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন হলদিয়ার তিন জন। তাঁরা হলেন সায়ন্তনী সাহা, ইব্রাহিম আলি শেখ এবং সুনীতা প্রসাদ। তিন জনে সিঙ্গাপুর মাস্টার্স ইন্টারন্যাশানাল ট্র্যাক অ্যান্ডে ফিল্ড চ্যাম্পিয়নশিপে সফল হয়েছেন। একাধিক পদক পেয়েছেন তাঁরা।

ডিঘাসিপুরের ইব্রাহিম আলি শেখ পাঁচ কিলোমিটার রেস ওয়াকে এবং শট পাট ও ডিসকাস ছোড়ায় রুপো পান। তৃতীয় প্রতিযোগী সুনীতা প্রসাদ জ্যাভলিনে রুপো পেয়েছেন। এ ছাড়াও তিন কিলোমিটার রেস ওয়াকে এবং ডিসকাস ও শটপাটে রুপো পান। হলদিয়াতে খেলার পরিবেশ রয়েছে কিন্তু মাঠ হবে অনেক খেলোয়াড়ের স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে শিল্পশাহরে যেমন কারখানা শিক্ষা জন্য কলেজ স্কুল প্রতিষ্ঠান হয়েছে। কিন্তু খেলার মাঠ তৈরি হয়েও হয়নি আমাদেরই পৌর এলাকা ১৯ নম্বর ওয়ার্ড বাড়ঘাসীপুর মৌজাতে স্পোর্টস কমপ্লেক্স হওয়ার কথা ছিল সেটা অর্ধ অবস্থায় পড়ে রয়েছে প্রায় ২৩ বছর। এই মাঠটি সংস্কার হলে ক্রীড়া জগতের পরিবর্তন ঘটবে পূর্ব মেদিনীপুর জেলাতে।

হলদিয়ার ক্ষুদিরাম নগরের বাসিন্দা সায়ন্তনী সাহা তিনটি বিভাগে সোনা ও একটি বিভাগে রুপো জেতেন। ৪০০ মিটার ও পাঁচ কিমি দৌড়ে এবং তিন কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় সোনা পান তিনি। ১৫০০ মিটার দৌড়ে রুপো পান। ভারত থেকে ৩২ জন প্রতিযোগী গিয়েছিলেন সিঙ্গাপুরে। এঁদের মধ্যে দিল্লি, মুম্বই, হরিয়ানা, পুণে, চেন্নাইয়ের খেলোয়াড়েরা ছিলেন। চিন, অস্ট্রেলিয়া, তাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপিন্স, সিঙ্গাপুর, কোরিয়ার ৩৫০ জন প্রতিযোগিরা অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। ইব্রাহিম আলি মোটরকার রেস জয়ী। ক্রিকেটও খেলেন তিনি। ইব্রাহিম বলেন, "সিঙ্গাপুরে এবার প্রতিযোগিতা খুব কঠিন ছিল।"সায়ন্তনী বলেন, "নানা প্রতিবন্ধকতা ছিল। দৌড় চলার সময় আমার জুতো ছিঁড়ে যায়। খালিপায়ে দৌড় দিতে হয়েছে। কঠিন পরিশ্রমের ফল এই সাফল্য।" উচ্ছ্বসিত সুনীতার কথায়, 'ভারতীয়দের পারফরম্যান্স খুব ভাল। অন্য রাজ্যের খেলোয়াড়েরাও আমাদের উৎসাহ দিয়েছেন।"সিঙ্গাপুরের দূষণহীন পরিবেশ ভাল ফলে সহায়ক হয়েছে বলে তিন প্রতিযোগী জানিয়েছেন। রাজ্যের মান বাড়াতে পেরে খুশি হলদিয়ার তিন খেলোয়াড়।

No comments