Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানবিক কৃতজ্ঞতা দেখালেন শ্রীকান্ত বেরা !

মানবিক কৃতজ্ঞতা দেখালেন শ্রীকান্ত বেরা !গতকাল ১৪ ই জুলাই সোমবার হলদিয়া কদমতলা থেকে উড়াল হয়ে ব্রজলালচকে  মোটরবাইকে যাবার সময় মোটরবাইক থেকে পড়ে যায় একটি ব্যাগ। সেই ব্যাগে কম্পিউটার এবং ল্যাপটপ প্রিন্টার সারানোর যন্ত্রাংশ ছিল।…

 




মানবিক কৃতজ্ঞতা দেখালেন শ্রীকান্ত বেরা !

গতকাল ১৪ ই জুলাই সোমবার হলদিয়া কদমতলা থেকে উড়াল হয়ে ব্রজলালচকে  মোটরবাইকে যাবার সময় মোটরবাইক থেকে পড়ে যায় একটি ব্যাগ। সেই ব্যাগে কম্পিউটার এবং ল্যাপটপ প্রিন্টার সারানোর যন্ত্রাংশ ছিল। ছিল বেশ কয়েকটি পেনড্রাইভ। ভয় ছিল কেউ যদি ওই পেনড্রাইভ গুলো মিস ইউজ করে, তাই তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানানোর চেষ্টা করেন। হলদিয়া নিউজের অনেক শুভানুধ্যাই আছেন তারাও হলদিয়া নিউজ এডিটর কে জানান।  সেই অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় হলদিয়া নিউজ ফেসবুকে  আবেদন করাহয়। আবেদনের সাড়া দিয়ে হারিয়ে যাওয়া ব্যাগ  ফেরত দিলেন। আমরা জানতে পেরেছি চয়ন প্রধান তিনি ফেসবুক পেজেই ধন্যবাদ জানিয়েছেন শ্রীকান্ত বেরা মহোদয় কে। আমরা আমাদের পক্ষ থেকে শ্রীকান্ত বাবুকে ধন্যবাদ জানাবো এবং তার সাথে সাথে চয়ন বাবু যে মূল্যবান ব্যক্তি হারিয়ে গিয়েছিল তিনিও ফেরত পেয়েছেন আশা করি তিনি যে ভয় করেছিলেন তার ব্যাগে থাকা পেনড্রাইভ গুলি মিস ইউজ কেউ হয়তো করবে। আসা করি নিশ্চয়ই শ্রীকান্ত বাবু সে কাজ করেননি। চয়ন বাবু নিশ্চয়ই সেগুলো বুঝে নিয়েছেন হলদিয়া নিউজ ফেসবুক পেজে তিনি ধন্যবাদ জানিয়েছেন শ্রীকান্ত বেরা মহোদয় কে, আমরা হলদিয়া  নিউজ  পক্ষ থেকে মানবিক মুখ বিচক্ষণ ব্যক্তি শ্রীকান্ত বাবুকেও আমরা ধন্যবাদ জানাই।

No comments