Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মদ ও মাদকদ্রব্যের প্রসার রোধ সহ মহিলাদের বিভিন্ন দাবীতে কোলাঘাট বিডিও অফিসে মহিলা সাংস্কৃতিক সংগঠনের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

মদ ও মাদকদ্রব্যের প্রসার রোধ সহ মহিলাদের বিভিন্ন দাবীতে কোলাঘাট বিডিও অফিসে  মহিলা সাংস্কৃতিক সংগঠনের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান          সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: অভয়ার ন্যায় বিচার ,নারী ও শিশু পাচার সহ সকল রকমের নারী নির…

 




মদ ও মাদকদ্রব্যের প্রসার রোধ সহ মহিলাদের বিভিন্ন দাবীতে কোলাঘাট বিডিও অফিসে  মহিলা সাংস্কৃতিক সংগঠনের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান          

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: অভয়ার ন্যায় বিচার ,নারী ও শিশু পাচার সহ সকল রকমের নারী নির্যাতন বন্ধ,মদ ও মাদকদ্রব্য এবং পর্ণোগ্রাফি বন্ধ,সমকাজে সমমজুরী,বিভিন্ন স্কীমে কর্মরত মহিলা এবং অসংগঠিত শ্রমিকদের জীবনধারণের উপযুক্ত পারিশ্রমিক ও শ্রমিকের স্বীকৃতি প্রদান,শিক্ষার গৈরিকীকরণ ও বেসরকারিকরণের প্রতিবাদে আজ কোলাঘাট বি ডি ও অফিসে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন(এ.আই.এম.এস.এস.)র কোলাঘাট ব্লক কমিটির আহ্বানে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি হয়। জয়েন্ট বি ডি ও দেবব্রত প্রামাণিক ডেপুটেশন গ্রহণ করেন। প্রতিনিধিদলে ছিলেন  সংগঠন ব্লক কমিটির পক্ষে  মায়া খামরই,রিতা সিনহা, মিঠু দত্ত, সুষমা ঘাঁটা,অষ্টমী ঘোড়ই প্রমুখ।

বিক্ষোভ সভায় নেতৃবৃন্দ অভিযোগ করেন, সারা দেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটেও সরকারী উদ্যোগে ব্যাপকভাবে মদের প্রসার ঘটানোর চেষ্টা চলছে। শুধু তাই নয়,মদের পাশাপাশি গাঁজা,আফিম,নেশাযুক্ত পাতা সহ নানা ধরনের মাদকদ্রব্যের ব্যবসাও চলছে রমরমিয়ে। বিভিন্ন সময় লক্ষ্য করা যায়,পুলিশ দেখেও না দেখার ভান করে চলেছে। ফলস্বরূপ ছাত্র-যুবক সহ দেশের এক ব্যাপক অংশের মানুষ মদ ও মাদকাসক্তিতে আসক্ত হয়ে পড়ছে। সেজন্যে সমাজে খুন-ধর্ষণ-নারী নির্যাতন প্রভৃতি অসামাজিক কার্যকলাপ ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। আমরা মনে করি,শুধুমাত্র রাজস্ব আদায়ের নাম করে একটা গণতান্ত্রিক সরকার সরকারী উদ্যোগে গ্রামে গ্রামে মদের দোকান খোলা সহ বাড়িতে বাড়িতে মদ পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিতে পারে না।  আমাদের দাবী-একদিকে সরকারের পক্ষ থেকে সারা দেশে মদ নিষিদ্ধ করা হোক,সাথে সাথে মাদকদ্রব্যের প্রসার রোধে কঠোর আইন প্রণয়ন করে সরকার উপযুক্ত ব্যবস্থা নিক।


সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক।

No comments