নোনা জলে মৎস্য বীজ সংগ্রহকারীদের বিকল্প জীবন জীবিকার জন্য বাই-সাইকেল ও হাঁড়ি প্রদান কর্মসূচি!রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এলাক ার মানুষদের স্বাধীন করা লক্ষ্য নিয়ে মৎস্য বিষ সংগ্রহকারীদের জন্য একটি ব…
নোনা জলে মৎস্য বীজ সংগ্রহকারীদের বিকল্প জীবন জীবিকার জন্য বাই-সাইকেল ও হাঁড়ি প্রদান কর্মসূচি!
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এলাক ার মানুষদের স্বাধীন করা লক্ষ্য নিয়ে মৎস্য বিষ সংগ্রহকারীদের জন্য একটি বাইসাইকেল মাছের হাড়ি তুলে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২৯ জন মৎস্য সংগ্রহকারীদের হাতে বাই-সাইকেল ও হাড়ি তুলে দেওয়া হয়। ২৮ জনের মধ্যে একজন মহিলা রয়েছেন নাম সোমা দাস। আজকের এই সভায় উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা ঘোড়াইপ্রধান ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতি মৎস্য প্রানী, ভূমি, কর্মধক্ষ শম্ভু শাহু প্রমূখ।

No comments