একাদশ শ্রেণির ছাত্রী নিখোঁজ আটক ১বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস ২৯শে জুলাই। পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষার হার রাজ্যের প্রথম সেই জেলায় বাল্যবিবাহ অল্প বয়সে পেগনেন্সি তা রাজ্যের মধ্যে অন্যতম এই জেলা। সেই জেলায় বাল্যবিবাহ শিশু শ্রম…
একাদশ শ্রেণির ছাত্রী নিখোঁজ আটক ১
বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস ২৯শে জুলাই। পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষার হার রাজ্যের প্রথম সেই জেলায় বাল্যবিবাহ অল্প বয়সে পেগনেন্সি তা রাজ্যের মধ্যে অন্যতম এই জেলা। সেই জেলায় বাল্যবিবাহ শিশু শ্রম বন্ধ করতে প্রতিনিয়ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলছে সচেতনতামূলক কর্মসূচি। বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুলে ভার্চুয়ালি বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে সভা করেন জেলাশাসক। বিভিন্ন স্কুলে পুলিশ প্রশাসন মহকুমার শাসক এবং বিডিও উপস্থিত ছিলেন। গত কাল হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত ডালিম্বচক টেকনিক্যাল হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী নিখোঁজ ।
সূত্রে জানা যায় স্কুলের ড্রেস পড়ে স্কুলে আসার নাম করে বেরিয়ে যায় । সাথে একটি সালোয়ার কামিজ নিয়ে গেছে বলে জানা যায় পরিবারের লোকেরা সুতাহাটা থানায় নিখোঁজ অভিযোগ করেছেন। সুতাহাটা থানার পুলিশ তদন্তে নেমেছেন ঘটনায় আটক করেছেন একজন মহিলাকে। সূত্রে জানা যায়, তিনি স্বীকার করেছে বিনিময়ে আমি তুলে দিয়েছি। এই ঘটনায় চাঞ্চল সৃষ্টি হয়েছে ওই এলাকায়।


No comments