Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অতিবর্ষণজনিত পরিস্থিতি মোকাবিলা সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবীতে জেলা শাসকের নিকট কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ!

সাম্প্রতিক অতিবর্ষণজনিত পরিস্থিতি মোকাবিলা সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবীতে জেলা শাসকের নিকট কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ! সংবাদদাতা-নারায়ণ চন্দ্র  নায়ক:  সাম্প্রতিক অতিবর্ষণজনিত পরিস্থিতি মোকাবিল…

 




সাম্প্রতিক অতিবর্ষণজনিত পরিস্থিতি মোকাবিলা সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবীতে জেলা শাসকের নিকট কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ!

 সংবাদদাতা-নারায়ণ চন্দ্র  নায়ক:  সাম্প্রতিক অতিবর্ষণজনিত পরিস্থিতি মোকাবিলা,ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান সহ সাত দফা দাবীতে আজ পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নিকট কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়। ওই স্মারকলিপির প্রতিলিপি সেচ,কৃষি ও উদ্যানপালন দপ্তরের জেলা আধিকারিককেও দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,গতকাল থেকে জেলার সর্বত্র মুষলধারে বৃষ্টির কারণে সমস্ত নদীর জলস্তর লাফিয়ে লাফিয়ে বাড়ছে,এই অবস্থায় ব্যারেজ থেকে এক ধাক্কায় বেশি পরিমাণ জল ছাড়া হলে জেলায় জলবন্দী বা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নারায়নবাবুর অভিযোগ,গত বর্ষার পর জেলার কয়েকটি নিকাশী খাল সংস্কারে জেলা প্রশাসন হাত দিলেও সেগুলির কোনটাই সম্পূর্ণ হয়নি। অন্যদিকে কোনো নদী সংস্কারেও এখনো উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়াও জেলার সমস্ত নিকাশী খালগুলিতে কচুরীপানা সহ আবর্জনা পরিষ্কারের কাজও এখনো তেমন করে শুরু হয়নি। ফলস্বরূপ এই বৃষ্টিতে জেলার কিছু কিছু নিচু এলাকায় জল জমে গিয়েছে। নিচু এলাকায় যেখানে আমন ধানের বীজতলা ফেলানো হয়েছে,সেই বীজতলাগুলি ইতিমধ্যে ডুবে গিয়েছে। নরম প্রকৃতির ফুল যেমন-গাঁদা,অপরাজিতা,দোপাটি,মোরগা সহ বিভিন্ন  সিজিন ফুলের চাষও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবজি চাষও ব্যাপকভাবে নষ্ট হয়েছে। এই সুযোগে সবজি ব্যবসায়ীরা ফাটকাবাজি করে সবজির দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। স্মারকলিপির 

দাবীগুলির হল-১) কংসাবতী-রূপনারায়ন সহ বিভিন্ন নদীবাঁধগুলি সর্বক্ষণের নজরদারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে  তৎক্ষনাৎ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ  ২) যে সমস্ত খালগুলি সংস্কার চলছিল, সেই সংস্কারের জন্য খালের ভেতরে দেওয়া ক্রশবাঁধগুলি অবিলম্বে সম্পূর্ণরূপে তুলে দেওয়ার বন্দোবস্ত ৩) দ্রুত সমস্ত খালে জমে থাকা কচুরীপানা ও আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করে নিকাশী জল বের করার ব্যবস্থা গ্রহণ  ৪) ক্ষতিগ্রস্ত সবজি ও ফুলচাষীদের অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ৫) ক্ষতিগ্রস্ত আমন ধানচাষীদের পুনরায় বীজতলা ফেলার জন্য সরকারিভাবে বীজ ধান সরবরাহ, বীজধান বিক্রির ক্ষেত্রে কালোবাজারী বন্ধ ৬) সবজি বিক্রির ক্ষেত্রে ফাটকাবাজি বন্ধে টাস্ক ফোর্সের নজরদারি ৭) গত আমন চাষের ক্ষতিগ্রস্ত কৃষকদের যারা এখনো ক্ষতিপূরণের টাকা পাননি, অবিলম্বে তাদের ক্ষতিপূরণের টাকা প্রদান প্রভৃতি। 



No comments