Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাতকাটলে শ্রমজীবী মানুষদের আন্দোলনে ধর্মঘট

রাতকাটলে শ্রমজীবী মানুষদের আন্দোলনে সাধারণ ধর্মঘট! ৯ই জুলাই সাধারণ ধর্মঘটের আহ্বান করেছেন। ১২ই জুলাই কমিটি, সিআইটিইউ, এ আই টিইউসি অন্যান্য বামপন্থী সংগঠন। মে দিবসের ইতিহাস ৮ ঘন্টা কাজের আন্দোলন সুফল হয়েছিল আর সেজন্যই মে দিবস পাল…

 



রাতকাটলে শ্রমজীবী মানুষদের আন্দোলনে সাধারণ ধর্মঘট! ৯ই জুলাই সাধারণ ধর্মঘটের আহ্বান করেছেন। ১২ই জুলাই কমিটি, সিআইটিইউ, এ আই টিইউসি অন্যান্য বামপন্থী সংগঠন। মে দিবসের ইতিহাস ৮ ঘন্টা কাজের আন্দোলন সুফল হয়েছিল আর সেজন্যই মে দিবস পালিত হয়। কিন্তু বর্তমানে কেন্দ্র সরকার চালু করতে চাইছে শ্রমকোড। আর সে জন্যই শ্রমজীবী মানুষদের ডাকা ধর্মঘট ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ধর্মঘটের সমর্থনে শেষ পর্যায়ে মিছিল পথসভা সংঘটিত হয়। ভারতবর্ষের  যে সকল রাজ্যে ডবল ইঞ্জির বিজেপি সরকার প্রতিষ্ঠিত সেই সকল রাজ্যে ইতিমধ্যে শ্রম কোড চালু করেছেন। সেই মতোই এ রাজ্যে শ্রমকোড চালু করতে চায়। ইতিমধ্যে শ্রমজীবী আন্দোলনের সাধারণ ধর্মঘটে সমর্থনে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম সংঘটিত হচ্ছে। কিন্তু যাতে শ্রমজীবী মানুষ এই ধর্মঘটে শামিল না হয় তার জন্যই গত ৭ই জুলাই রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। প্রত্যেক কর্মচারীকে অফিসে বাধ্যতামূলক আসতে হবে। আর সে নিয়েই শ্রমজীবী মানুষের নেতা পরিতোষ পট্টনায়ক বলেন বিজেপি  শাসিত রাজ্য চালু করেছে সেই পথে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এক কথা বলছেন কিন্তু বিজেপি শাসিত রাজ্যের মতই আমাদের রাজ্যের শ্রমকোড চালু করতে চায় তৃণমূল। তার ফলেই আট ঘন্টা কাজ নয়, কাজ করতে হবে ১২ থেকে ১৪ ঘন্টা । সামাজিক মানুষদের আন্দোলনের ফসল শেষ হাতিয়ার ধর্মঘট সেই ধর্মঘট করা যাবে না। মালিক শ্রেণী যা বেতন দিবেন সেটাই নিতে হবে কোনভাবেই মালিকের বিরুদ্ধে আদালতে যাওয়া যাবে না। এই জনস্বাস্থ্য বিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে আমাদের আন্দোলন সংগ্রাম সংঘটিত হচ্ছে। এই শ্রম কোড বাতিলের দাবিতে সাধারণ ধর্ম ঘটে বিরোধিতা করছেন রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তারই বিরোধী দল বিজেপি কিন্তু শ্রম কোড চালু করার জন্য দুটি দল এখন এক হয়ে সাধারণ মানুষের উপর চাপিয়ে দিতে চাইছে শ্রম কোড। এই ঘটনা সাধারণ মানুষ বুঝতেই পারছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রে বিজেপির সঙ্গে তলায় তলায় যোগাযোগ রেখেই সাধারণ মানুষকে বোকা করছে তাই আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনে শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপিকে হাঁটিয়ে লাল ঝান্ডা বাম বামপন্থী সংগঠনের নেতৃত্বে রাজ্যে ক্ষমতা দখল করবে।

No comments