হলদিয়া শ্রমিকদের প্রত্যাশা পূরণের জন্যই "প্রত্যাশার" নতুন গৃহের উদ্বোধন ভারতীয় মজদুর সংঘ হলদিয়া পোর্ট শাখার উদ্যোগে হলদিয়া য় ভারতীয় মজদুর সংঘের নতুন ভবন "প্রত্যাশা" উদ্বোধন অনুষ্ঠিত হবে। রাত কাটলেই প্রত্…
হলদিয়া শ্রমিকদের প্রত্যাশা পূরণের জন্যই "প্রত্যাশার" নতুন গৃহের উদ্বোধন
ভারতীয় মজদুর সংঘ হলদিয়া পোর্ট শাখার উদ্যোগে হলদিয়া য় ভারতীয় মজদুর সংঘের নতুন ভবন "প্রত্যাশা" উদ্বোধন অনুষ্ঠিত হবে। রাত কাটলেই প্রত্যাশার গৃহপ্রবেশ মহাযজ্ঞ অনুষ্ঠান। তারই সাথে হরি মন্দির প্রতিষ্ঠা এবং নাম সংকীর্তন। আগামী ৬ ই মে প্রত্যাশা গৃহপ্রবেশ উপলক্ষে নতুন ভবনের ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী , তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও উপস্থিত থাকবেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক সভাপতি এবং জেলার নেতৃত্ববৃন্দ। জানালেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন হলদিয়া শ্রমিক শ্রেণীর মঙ্গল কামনায় আগামীকাল সকাল থেকেই শুরু হবে মহাযজ্ঞ অনুষ্ঠান। এই মহাযজ্ঞ অনুষ্ঠানে প্রায় ১০০ কেজি কাঠ এবং ৫০ কেজি ঘি আহুতি দেওয়া হবে। এবং ৬ ই মে এই প্রত্যাশা গৃহের উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন বেনারস থেকে সানাইবাদক । সানাইয়ের শুরো মুর্ছনায় ভরে উঠবে প্রত্যাশা নতুন গৃহ। শ্রমিক শ্রেণীর প্রত্যাশা পূরণের জন্য এই অফিস।এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে সাদর আহ্বান জানালেন ভারতীয় মজদুর সঙ্গে রাজ্য সভাপতি প্রদীপ বিজলী।
No comments