হলদিয়া ইসকন মন্দিরের চন্দন যাত্রা ঘোষিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা!
চন্দন যাত্রা উৎসব হলো পুরী ভগবান জগন্নাথ এবং অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ এবং অন্তত বিরল এক সুন্দর উৎসব।ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/19gfcGM1Xi…
হলদিয়া ইসকন মন্দিরের চন্দন যাত্রা ঘোষিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা!
চন্দন যাত্রা উৎসব হলো পুরী ভগবান জগন্নাথ এবং অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ এবং অন্তত বিরল এক সুন্দর উৎসব।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/19gfcGM1Xig
এই উৎসব গ্রীষ্মের সূচনাকে নির্দেশ করে এবং গরমের মাসগুলিতে দেবতাদের স্বস্তি প্রদানের প্রক্রিয়ার জন্য ২১ দিন ধরে চলে এই উৎসব। চন্দন যাত্রার এই উৎসবের নামকরণ করা হয়েছে সুগন্ধি চন্দন কাঠের পেস্ট বা চন্দন যা দেবতাদের শীতল করার জন্য মাখানো হয়। এই অনুষ্ঠান গুলিতে শোভাযাত্রা ভক্তিমূলক সংগীত দেবতাদের মূর্তিগুলোকে একটি পবিত্র পুকুরে নিয়ে যাওয়া হয় যেখানে নৌকা ভ্রমণের জন্য একটি আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান করা হয় এই যাত্রা। প্রতি বছর পুরী জগন্নাথ মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন এই উৎসব পালিত হয় এই দিনে রথযাত্রা উৎসবের জন্য রথ নির্মাণ শুরু হয় বলে জানা যায়।
চন্দন যাত্রা ৪২ দিনব্যাপী হয়ে উৎসব তবে মূলত ২১ দিন পালন করা হয় যার মধ্যে দেবতাদের একটি পবিত্র পুকুরে আনুষ্ঠানিকভাবে চন্দন স্নানের জন্য নিয়ে যাওয়া হয়। বাকি ২১ দিন মন্দির চত্বরে ভিতর পালন করা হয়। যেখানে সেবা কারীরা অন্যান্য কিছু আচার অনুষ্ঠান সম্পন্ন করেন।
চন্দন যাত্রা ভক্তদের ঈশ্বরের সাথে স্নেহ পূর্ণ মিলনের একটি উদযাপনের দিন এবং ভগবান তার প্রতি প্রদত্ত করুনা এবং যত্নের জন্য সম্মানিত হন। এই উৎসব বার্ষিক রথযাত্রার জন্য রথ নির্মাণের সূচনা করে যা জগন্নাথের বৃহত্তর উৎসব হিসেবে বিবেচিত। হলদিয়া ইসকন মন্দিরে ২০১২ সাল থেকে হলদিয়া ইসকন ভক্তদের উদ্যোগে চন্দন যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। যদিও ইসকনের নিজস্ব মন্দির বনবিষ্ণুপুর তৈরি হয়েছে। এই মন্দিরে তৃতীয়বারের জন্য এই চন্দন যাত্রা উৎসব শুরু হয় বহু ভক্তের সমাগম। এই চন্দন যাত্রা দিয়ে আগামী ১১ই জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা ঘোষিত হল। এই স্নান যাত্রায় সকলকেই আহ্বান জানালেন পার্থসারথি মন্দির ইসকন হলদিয়া ভক্ত বন্দ।
No comments