Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাদ্রাসা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা জেলা দ্বিতীয় স্থান অধিকার করেছে আশরাফুল আলম খান!

মাদ্রাসা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা জেলা দ্বিতীয় স্থান অধিকার করেছে আশরাফুল আলম খান! মাদ্রাসা পর্ষদের মাধ্যমিক ২০২৫ এ পূর্ব মেদিনীপুর জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এগরার কসবাগোলা এফ ও বি হাইমাদ্রাসার ছাত্র আশরাফুল আলম খান। এবা…

 


 মাদ্রাসা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা জেলা দ্বিতীয় স্থান অধিকার করেছে আশরাফুল আলম খান!

 মাদ্রাসা পর্ষদের মাধ্যমিক ২০২৫ এ পূর্ব মেদিনীপুর জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এগরার কসবাগোলা এফ ও বি হাইমাদ্রাসার ছাত্র আশরাফুল আলম খান। এবারে মাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৭২৫ । স্বাভাবিকভাবে খুশি স্কুল কতৃপক্ষ-সহ তাঁর গোটা পরিবার ও এলাকাবাসী। এদিন স্কুল পরিচালন কমিটির তরফে আশরাফুলকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন,  জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং সার্বিকভাবে খুবই ভালো রেজাল্ট করেছে সকলেই। আমরা গর্বিত, প্রতিবছরই আমাদের এরকমই চমক থাকে ছাত্র-ছাত্রীরা তাদের অধ্যাবস্যার মাধ্যমে, শিক্ষক-শিক্ষিকার উপযুক্ত প্রশিক্ষণে, তারা ভালো ফলাফল করে জেলায়, এবং বিগত দিনেও রাজ্যে স্থান করে নিয়েছে। তবে কসবাগোলা হাইমাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল আলি খান জানিয়েছেন, 

পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষায় সবসময় এগিয়ে। মাধ্যমিক পর্ষদের যে পরীক্ষা হল, ২০২৫ এবং বিগত দিনেও আপনারা দেখেছেন মাধ্যমিকে পাশের নিরিখে আমাদের জেলা একটা সর্বোচ্চ জায়গায় থাকে, মাদ্রাসার পাশের নিরিখেও সর্বোচ্চ জায়গায় স্থান করে  নিয়েছে। এটা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা যোগায়। আর এই প্রতিষ্ঠান আমাদের ঐতিহ্যবাহী, প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আপনারা জানেন মাদ্রাসা নামে কিছু কিছু ভ্রান্ত ধারণা থাকে সাধারণ মানুষের মধ্যে। এইগুলো দূর করে সার্বিক শিক্ষার দিকে এগিয়ে আসা উচিত আমাদের।

এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়, মাদ্রাসা প্রতিবছরই খুব ভালো রেজাল্ট করে আসে। কখনো রাজ্যের মধ্যে স্থান নিয়ে আসে কখনো জেলার মধ্যে। হলে আমরা তাদের সাফল্যকে সাধুবাদ জানাই এবং আগামী দিনে তারা যাতে আরো এগিয়ে যেতে পারে আমরা সর্বতোভাবে তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তার ভবিষ্যৎ জীবনে তাকে সুপ্রতিষ্ঠিত করতে আমরা আপ্রাণ চেষ্টা করব বলে জানিয়েছেন নজরুলবাবু।

No comments