বিজেপি পরিচালিত অঞ্চল এলাকা সমবায় সমিতি নির্বাচনে তৃনমূলের জয় জয়কার ২৬ শে বিধানসভা নির্বাচনের আগে হলদিয়ার সমবায় নির্বাচনগুলি জয়ের অব্যাহত রাখলেন শাসক দল তৃণমূল কংগ্রেস।হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা গ্রাম পঞ্চায…
বিজেপি পরিচালিত অঞ্চল এলাকা সমবায় সমিতি নির্বাচনে তৃনমূলের জয় জয়কার
২৬ শে বিধানসভা নির্বাচনের আগে হলদিয়ার সমবায় নির্বাচনগুলি জয়ের অব্যাহত রাখলেন শাসক দল তৃণমূল কংগ্রেস।হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বাড় বাসুদেবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালক মন্ডলী নির্বাচনে তৃণমূলের জয়লাভ। এই সমবায় সমিতিতে মোট ভোটার ৭৭৬ জন আজকের ভোট পড়েছে ৬৩৬ টি মোট প্রার্থী ২ জন। টানটান উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচন শুরু হয় পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। এবং বিজেপি কর্মীরা মাঝেমধ্যে বচসায় জড়িয়ে পড়ে। অবশেষে ভোট গণনার পর ১২টি আসন বিজেপিকে হারিয়ে তৃণমূল জয় লাভ করেছে। সমস্ত ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি শেখ সাইফুল, জেলা পরিষদের সদস্য ভবতোষ পাএ এবং হলদিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রীকান্ত মাইতি প্রমূখ।
No comments