আন্ত:বিদ্যালয় অঙ্কন প্রতিযোগিতা এবং চারাগাছ বিতরন !দয়ানন্দ স্কাউট এন্ড গাইড গ্রুপ এবং বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর NSS ইউনিটসমূহের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় আজ ব্রজলালচক এর নিকটবর্তী হলদিয়া মডেল স্কুল…
আন্ত:বিদ্যালয় অঙ্কন প্রতিযোগিতা এবং চারাগাছ বিতরন !
দয়ানন্দ স্কাউট এন্ড গাইড গ্রুপ এবং বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর NSS ইউনিটসমূহের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় আজ ব্রজলালচক এর নিকটবর্তী হলদিয়া মডেল স্কুল এ আন্ত: বিদ্যালয় অঙ্কন প্রতিযোগিতা ও চারাগাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ড.মানবেন্দ্র সাহু,পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে প্রভাস কুমার সামন্ত,নকুল চন্দ্র ঘাঁটি,পার্থ প্রতীম চ্যাটার্জী প্রমুখ।মহাবিদ্যালয় এর এনএস এস এর প্রোগাম অফিসার সংঘমিত্রl আরি আদক,প্রনব কুমার জানা,চিরঞ্জিত দাস সহ এনএস এস এর স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন শক্তিপদ জানা এবং সোনালী ভৌমিক প্রমুখরা।প্রায় 200ছাত্র ছাত্রী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।তাদের প্রত্যেকের হাতে চারাগাছ তুলে দেন অতিথিরা।তাদের জন্য টিফিন এর ব্যবস্থা করা হয়।
No comments