দীঘায় সমুদ্রস্নানে দুর্ঘটনা ও প্রাণহানি রুখতে এবার বাড়তি সতর্ক পুলিস
সৈকতশহর দীঘাকে প্লাস্টিকমুক্ত ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সমুদ্রস্নানে দুর্ঘটনা ও প্রাণহানি রুখতে পুলিস নানা পদক্ষেপ করছে। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে রোজই দ…
![]() |
দীঘায় সমুদ্রস্নানে দুর্ঘটনা ও প্রাণহানি রুখতে এবার বাড়তি সতর্ক পুলিস
সৈকতশহর দীঘাকে প্লাস্টিকমুক্ত ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সমুদ্রস্নানে দুর্ঘটনা ও প্রাণহানি রুখতে পুলিস নানা পদক্ষেপ করছে। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে রোজই দীঘায় ব্যাপক পর্যটক সমাগম হচ্ছে।
সৈকতশহর দীঘাকে প্লাস্টিকমুক্ত ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সমুদ্রস্নানে দুর্ঘটনা ও প্রাণহানি রুখতে পুলিস নানা পদক্ষেপ করছে। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে রোজই দীঘায় ব্যাপক পর্যটক সমাগম হচ্ছে। আগে দীঘা মানে ছিল শুধুই সমুদ্র দর্শন ও স্নান। এখন প্রভু জগন্নাথদেবের মন্দিরই পর্যটকদের কাছে মূল আকর্ষণ হয়ে উঠেছে। দীঘায় এসে আগে মন্দির ও জগন্নাথদেব দর্শন সেরে তবেই সমুদ্রে যাচ্ছেন পর্যটকরা।
কয়েকদিন আগে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার(ডিএসডিএ) সভাকক্ষে প্রশাসনিক বৈঠকে পরিচ্ছন্নতার পাশাপাশি সমুদ্রস্নানে নিরাপত্তার উপর জোর দেওয়া হয়। সেখানে জেলাশাসক পূর্ণেন্দু মাজী পুলিস, নুলিয়া টিম ও সংশ্লিষ্ট সবাইকে সৈকতে বাড়তি সতর্কতা অবলম্বন ও নজরদারি বৃদ্ধির নির্দেশ দেন।
গত দু’মাসে নুলিয়ারা কয়েকজন পর্যটকের প্রাণরক্ষা করেছেন। আবার ওড়িশা সীমান্তে উদয়পুরের কাছে সমুদ্রে তলিয়ে দু’জন পর্যটকের মৃত্যু হয়েছে। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত নিম্নচাপ ও আবহাওয়াজনিত কারণে সমুদ্র বেশ উত্তাল থাকে। এই সময়েই দীঘায় সমুদ্রস্নানে নেমে পর্যটকদের মৃত্যুর ঘটনা বেশি ঘটে। নজরদারি ও সতর্কতা সত্ত্বেও প্রতিবছরই কয়েকজন পর্যটকের প্রাণহানি হয়। এবার যাতে একজন পর্যটককেও এভাবে প্রাণ না হারাতে হয়-সেজন্য পুলিস বিশেষ সতর্কতা অবলম্বন করছে।
জেলা পুলিসের আধিকারিকরা দীঘা ও দীঘা কোস্টাল থানার পুলিসকর্মী, নুলিয়া টিম, ডিএসডিএ নিযুক্ত গ্রিনগার্ড বাহিনীকে আরও সক্রিয় হতে ও নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত পর্যটকদের উদ্ধারে পাঁচটি স্পিডবোট রয়েছে। আরও স্পিডবোট আনা হবে। ওল্ড ও নিউ দীঘা এলাকায় নতুন করে বেশ কিছু সতর্কতামূলক বোর্ড লাগানো হবে। এমনিতেই প্রতিদিন মাইকিং চলে। মাইকিং আরও বাড়ানো হবে। কাউকে নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্রে নামতে দেখলে পুলিস সঙ্গে সঙ্গে আটক করবে।
উপকূল এলাকার থানাগুলির দায়িত্বপ্রাপ্ত ডিএসপি(ডিঅ্যান্ডটি) আবু নুর হোসেন বলেন, সৈকতে সবসময় পুলিসি নজরদারি থাকে। পর্যটকদের সাবধান করতে মাইকিংও চলে। তবে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় সমুদ্রস্নানে দুর্ঘটনা এড়াতে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। একশ্রেণির পর্যটক সমুদ্রে নামলেই পুলিস, নুলিয়া-কারও বাধা না মেনে নিজেদের বিপদ ডেকে আনেন। স্নানে নেমে সতর্ক থাকলে অনেকাংশেই বিপদ এড়ানো সম্ভব হবে।
No comments