হলদিয়া মেডিকেল কলেজে বিশ্ব নার্সডে পালিত হল !
পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া বন বিষ্ণুপুর ডাঃ বিধান চন্দ্র রায় হাসপাতালে। আজ আন্তর্জাতিক ধাত্রী দিবস বা নার্স দিবস পালিত হলদিয়া ডাঃ বিধানচন্দ্র রায় হাসপাতালে।প্রসঙ্গত,১৮২০ সাল ১২ ম…
হলদিয়া মেডিকেল কলেজে বিশ্ব নার্সডে পালিত হল !
পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া বন বিষ্ণুপুর ডাঃ বিধান চন্দ্র রায় হাসপাতালে। আজ আন্তর্জাতিক ধাত্রী দিবস বা নার্স দিবস পালিত হলদিয়া ডাঃ বিধানচন্দ্র রায় হাসপাতালে।
প্রসঙ্গত,১৮২০ সাল ১২ মে ইতালির অভিজাত পরিবারের জন্মহয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল । তার জন্মদিন টিকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসেবে পালন করা হয়।প্রতিবছর এই দিনটিকে নার্স বা সেবিকা দিবস হিসেবে পালিত হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/-oJVhj2SW0k
আন্তর্জাতিক নার্সেস ডে হিসেবে পালিত হল হলদিয়া বিধানচন্দ্র রায় হাসপাতালে। নিত্য গান ও কবিতা অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালে নার্সরা আজকের হলদিয়া নার্সিং কলেজের পড়ুয়া একত্রিত হয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালন করেন। ICARE ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ, অন্তর্গত ডঃ বিধান চন্দ্র রায় হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস ডে তে উপস্থিত ছিলেন মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ প্রবীর কুমার সাহা, চিপ চিকিৎসা উপদেষ্টা ডা. সরোজ কুমার ভট্টাচার্য সহ সকল বিভাগের এইচওডি চিকিৎসকবৃন্দ। ছিলেন নির্বাহী কর্মকর্তা মোঃ আবু জাফর, প্রশাসনিক কর্মকর্তা রাজকুমার মন্ডল প্রমুখ।
No comments