Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চকদ্বীপা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লি: নির্বাচনে একক জয়লাভ তৃণমূল কংগ্রেস!

চকদ্বীপা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লি: নির্বাচনে একক জয়লাভ তৃণমূল কংগ্রেস!হলদিয়া চকদ্বীপা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লি: নির্বাচনে একক জয়লাভ তৃণমূল কংগ্রেস। সোমবার ১২ মে সকাল থেকে চকদ্বীপা হাইস্কুলে ভোটগ্রহণ শুরু হয়, পুলিশের ক…

 


চকদ্বীপা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লি: নির্বাচনে একক জয়লাভ তৃণমূল কংগ্রেস!

হলদিয়া চকদ্বীপা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লি: নির্বাচনে একক জয়লাভ তৃণমূল কংগ্রেস। সোমবার ১২ মে সকাল থেকে চকদ্বীপা হাইস্কুলে ভোটগ্রহণ শুরু হয়, পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ হয়। বিকেল  ভোটের রেজাল্ট বের হতে তৃণমূল কংগ্রেসের জয়লাভ বিজয় মিছিলে  তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবুজ আবির মেখে উল্লসিত হয়। উপস্থিত ছিলেন তমলুক সংগঠনিক জেলা তৃণমূল যুবকংগ্রেসের সভাপতি সেক আজগর আলী (পল্টু),হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস দাস, যুব নেতৃত্ব বিল্বপদ ভৌমিক সহ অন্যান্যরা। মোট আসন ১২টি আসনের মধ্যে আগেই ৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। সোমবার আটটি আসনে ভোট গণনা হয়েছিল।৮টি আসনেই  সিপিএম, বিজেপি একটাও আসন পেল না । ৮টি আসনেই তৃণমূল জয় লাভ করল। তৃণমূল কংগ্রেস সবকটি আসনে জয় লাভ করে আবির মেখে বিজয় উল্লাসে মেতে উঠলেন।

No comments