নাগাল্যান্ড এনআইটি থেকে সম্মানিত হলেন হলদিয়া এইচআইটি রসায়ন বিভাগের অধ্যাপক গৌরী শঙ্কর রায় মহাপাত্র!
এইচ, আই, টির এর রসায়নের অধ্যাপক ড্: গৌরীশঙ্কর রায়মহাপাত্র কে সম্মানিত করলো রয়েল সোসাইটি অফ কেমিস্ট্র। গত এক দশক ধরে হাইড্রজেন…
নাগাল্যান্ড এনআইটি থেকে সম্মানিত হলেন হলদিয়া এইচআইটি রসায়ন বিভাগের অধ্যাপক গৌরী শঙ্কর রায় মহাপাত্র!
এইচ, আই, টির এর রসায়নের অধ্যাপক ড্: গৌরীশঙ্কর রায়মহাপাত্র কে সম্মানিত করলো রয়েল সোসাইটি অফ কেমিস্ট্র। গত এক দশক ধরে হাইড্রজেন জ্বালানি, এন্টিবায়োটিক ডিজাইন, পরিবেশ রসায়নের উপর উনার গবেষণা, ও দেশের বিভিন্ন্য প্রান্তে বিজ্ঞানের প্রসার ও প্রচার এর জন্য ইংল্যান্ড এর রয়েল সোসাইটি অফ কেমিস্ট্র অধ্যাপক রায়মহাপাত্র কে -'রিসৌর্স সাপোর্ট কানেকশনস' বিভাগে আমন্ত্রিত আজীবন নির্বাচিত সদস্য করলো ।
এন, আই, টির নাগাল্যান্ড এর আমন্ত্রণে - জল শোধন ও পরিবেশ রসায়নের উপর বক্তব্য রাখলেন এইচ, আই, টির এর রসায়নের অধ্যাপক ড্: গৌরীশঙ্কর রায়মহাপাত্র ।
No comments