থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির!হলদিয়া পৌরসভা অন্তর্গত আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির উদ্যোগে রক্তদান শিবির। প্রচন্ড গরমে হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে রক্তের যোগান যোগাতে এগিয়ে এলেন আজাদ হিন্দ নগর হলদিয়া উন্নয়ন…
থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির!
হলদিয়া পৌরসভা অন্তর্গত আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির উদ্যোগে রক্তদান শিবির। প্রচন্ড গরমে হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে রক্তের যোগান যোগাতে এগিয়ে এলেন আজাদ হিন্দ নগর হলদিয়া উন্নয়ন সমিতি। আজকের এই রক্তদান শিবিরে প্রায় ৪১ জন রক্ত দিলেন তার মধ্যে ৮জন মহিলা। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডঃ সুভাষ মাহাতো, , ডঃ আশিক ভূঁইয়া,এছাড়াও উপস্থিত ছিলেন সি এস সি হলদিয়া এনার্জি লিমিটেড সুশোভরন মহাপাত্র, সত্যজিৎ গাঙ্গুলী, রিপ্লে আধিকারিক উপেন্দ্রকিশোর দুবে, এ এম এন্টারপ্রাইজ মালবিকা ভট্টাচার্য ও মৌ মুখার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন তারক মন্ডল, সুকর্ণ কান্তি দাস, উন্নয়ন সমিতির কোষাধক্ষ্য রেবা মাইতি। জানালেন, রক্তদান শিবিরের যুগ্ম আহ্বায়ক মৌ মুখার্জী, অতিস বিশ্বাস এবং সম্পাদক গোপাল প্রসাদ দত্ত। মৌ মুখার্জি বলেন রক্ত কোন কারখানা উৎপন্ন হয় না ,প্রত্যেক মানুষের মধ্যেই এই রক্ত আদান-প্রদান না করলে মুমূর্ষু রোগী কে বাঁচানো যাবে না। তাই রক্ত দান জীবন দান সকলে এগিয়ে আসুন এই রক্তদান শিবিরে।
No comments