Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া সমবায় সমিতিতে ঘাসফুলকে হারিয়ে বিজেপির জয়

এবার সমবায় সমিতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই?হলদিয়া সমবায় সমিতিতে ঘাসফুলকে হারিয়ে  বিজেপির জয়হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা অঞ্চল এলাকার হাদিয়া সাপুয়া ও বসানচক গ্রামে বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিট…

 

এবার সমবায় সমিতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই?

হলদিয়া সমবায় সমিতিতে ঘাসফুলকে হারিয়ে  বিজেপির জয়

হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা অঞ্চল এলাকার হাদিয়া সাপুয়া ও বসানচক গ্রামে বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড  সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। হাদিয়া সাফুয়া ও বসানচক এই তিনটি গ্রাম নিয়ে এই সমবায় সমিতি মোট ভোটার ২২৫০ মোট আসন ৪৬ টি আজ সকাল থেকে টানটার উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা হতেই গেরুয়া শিবিরে রঙিন আবির মেখে জয়ের উল্লাসে মেতে উল্লেখ বিজেপি সমর্থকরা। সূত্রে জানা যায় ৪৬ টি আসনের মধ্যে ২০টি পেয়েছে তৃণমূল ২৬ টি পেয়েছে বিজেপি সংবাদ মাধ্যমে জানালেন হলদিয়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হরিহর চক্রবর্তী। সকলকে শুভেচ্ছা জানালেন বিজেপি জেলা কমিটির অন্যতম নেতৃত্ব সোমনাথ ভূঁইয়া।

No comments