দলবদলুক বিধায়ক কে কি দেখার জন্য আবেদন করলেন প্রদীপতৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্প্রীতির সভায় যোগদান পর্বপূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে হলদিয়া তৃণমূল কংগ্রেসে সহযোগিতায় সম্প্রীতির সভায় বিভিন্ন দল থেকে প্রায় ৮৩৩ জন…
দলবদলুক বিধায়ক কে কি দেখার জন্য আবেদন করলেন প্রদীপ
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্প্রীতির সভায় যোগদান পর্ব
পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে হলদিয়া তৃণমূল কংগ্রেসে সহযোগিতায় সম্প্রীতির সভায় বিভিন্ন দল থেকে প্রায় ৮৩৩ জন তৃণমূল কংগ্রেসের যোগদান করে। তোমার নাম আমার নাম ভুলতে পারিনা নন্দীগ্রাম রাজ্যের বিরোধী দলনেতার বিধানসভা থেকে প্রায় একশত কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।
শোভা মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদক তন্ময় ঘোষ। বিভিন্ন দল থেকে আগত কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসে পতাকা তুলে দিলেন। তৃণমূল কংগ্রেসের ডাকে হলদিয়া দুর্গাচক কলোনী বাজারে কাশ্মীরে পর্যটক জঙ্গি আক্রমণে নিহত তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ জেলা সভাপতি অসিত ব্যানার্জি তিন বিধায়ক সুকুমার দে তিলক কুমার চক্রবর্তী, মাইতি চিত্ত মাইতি, শ্যামল মাইতি, হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা ও শেখ সুফিয়ান, এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া সহ তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব মহিলা সাংগঠনের নেতৃত্ববৃন্দ। এবং আজকের এই সভার মুখ্য বক্তা হলদিয়ার বিদায়িকা তাপসী মন্ডল প্রমূখ।
সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান এবং শিল্পসহ হলদিয়ার মানুষকে ঘুরে দাঁড়ানোর আহ্বান করলেন এবং আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনে হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলা সর্বত্র বিজেপি কর্মীদের পরাস্ত করা এবং বর্তমানে বিরোধী দলনেতা কে হারানোর প্রতীক্ষা বন্ধ হলেন। তবে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি তিনি বলেন দলবদুল বিধায়ক দেখে নেবে আগামী নির্বাচনে কার জয় সুনিশ্চিত হয় এবং তিনি আরো বলেন যারা আজকের দল ত্যাগ করে গেছেন বলে দাবি করছেন ওরা কেহ বিজেপি নেতৃত্ব পর্যায় ছিল না সাধারণ মানুষকে নিয়ে গিয়ে বদল করার কথা বলছেন তবে শুভেন্দু অধিকারীর হলদিয়াতে জনসভা আগামী ৬ই মে হবে। সেই সভা দেখার জন্য বললেন দলবদল বিধায়িকাকে।
No comments