সাপে কাটার সাত সতেরো
প্রথম ১০০ মিনিট বিশেষ গুরুত্বপূর্ণ
সাপে কামড়ানোর পর প্রথম ১০০ মিনিট খুব গুরুত্বপূর্ণ। তাই সাপে কাটলে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব জেলা হাসপাতালে যেতে হবে
কী করবেন।
সাপে কাটা রোগীকে আশ্বস্ত করা, আতঙ্কিত হতে না দ…
সাপে কাটার সাত সতেরো
প্রথম ১০০ মিনিট বিশেষ গুরুত্বপূর্ণ
সাপে কামড়ানোর পর প্রথম ১০০ মিনিট খুব গুরুত্বপূর্ণ। তাই সাপে কাটলে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব জেলা হাসপাতালে যেতে হবে
কী করবেন।
সাপে কাটা রোগীকে আশ্বস্ত করা, আতঙ্কিত হতে না দেওয়া। আতঙ্কিত হয়ে হার্টফেল করার সম্ভাবনা থাকে
সাপ চেনা গেলে ভালো। না চিনলে চিনতে বা ধরতে গিয়ে সময় নষ্ট না করা
রোগীর শরীরে চুড়ি, আংটি, ব্রেসলেট, তাবিজ ইত্যাদি থাকলে তা খুলে ফেলা
রোগীকে হাঁটাচলা করতে না দেওয়া। বিশেষত কামড় লাগা অঙ্গ নাড়াচাড়া না করা। কারণ হাঁটাচলায় বিষ দ্রুত ছড়িয়ে পড়ে
দ্রুত মোটরসাইকেল অথবা অ্যাম্বুল্যান্সে করে ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে যাওয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম পাওয়া যায় না
হাওড়ায় অভিজ্ঞ পরিবেশকর্মী ইন্দ্রজিৎ আদকের মৃত্যুর পর উঠেছে সতর্কতার প্রশ্ন
কী করবেন না
ক্ষতস্থানের উপরে কোন বাঁধন দেবেন না। এতে অঙ্গহানি হতে পারে
দংশিত স্থান কেটে বা চুষে বিষ বের করার চেষ্টা করা, মালিশ করা, বরফ দেওয়া যাবে না
ক্ষতস্থানে গরমজল, ঠান্ডা জল বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধোওয়ার
প্রয়োজন নেই
মরিচ, পানিপড়া, গাছগাছড়া ইত্যাদি খাওয়ানো যাবে না
কোনও অবস্থাতেই ওঝা বা কবিরাজের কাছে গিয়ে মূল্যবান সময় নষ্ট করা যাবে না। ওঝা বা কবিরাজ বিষ নামাতে পারে না
রোগীর শরীরে সাপের দাঁতের চিহ্ন দেখে সাপ বিষধর না-কি নির্বিষ তা বিবেচনা না করা
No comments