ইলেকট্রনিক্স কাটার বাৎসরিক রেনুয়ালবাজারে জিনিস কিনতে গেলে সঠিক ওজন পাচ্ছেন কিনা সেটা অনেকেই জানেন না আর সেজন্যই সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি দোকানদারের দাড়িপাল্লা এবং ইলেকট্রনিক্স ওজনের মাপের কাঁট রয়েছে সেগুলি প্রতিবছর নিয়ম ক…
ইলেকট্রনিক্স কাটার বাৎসরিক রেনুয়াল
বাজারে জিনিস কিনতে গেলে সঠিক ওজন পাচ্ছেন কিনা সেটা অনেকেই জানেন না আর সেজন্যই সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি দোকানদারের দাড়িপাল্লা এবং ইলেকট্রনিক্স ওজনের মাপের কাঁট রয়েছে সেগুলি প্রতিবছর নিয়ম করেই রেনুয়্যাল করা হয় হলদিয়া ব্রজলালচক হাই রোডে প্রায় শতাধিক দোকানদারের দাড়িপাল্লা, ইলেকট্রিক কাটার পরীক্ষা করে সার্টিফিকেট দিলেন জয় নিতাই এন্টারপ্রাইজ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/O7Zt4__yBLs
জানাজায়, বিভিন্ন বাজারে যে দাঁড়িপাল্লা এবং ইলেকট্রনিক্স কাটা রয়েছে সেগুলো নিয়ম করেই রেনুয়াল করা হয় দোকানদার রাও এই রেনুয়্যেল করার জন্য উৎসাহিত হন যাতে কোন রকমের ক্রেতা ও বিক্রেতা সঙ্গে কোনো রকমের সমস্যা না হয় সেজন্যই রাজ্য সরকারের তরফ থেকে নির্দিষ্ট এজেন্সির মাধ্যমেই এই কাঁটা গুলির রেনুয়্যেল করা হয়। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন জয় নিতাই এন্টারপ্রাইজ কর্ণধার সন্তোষী মাইতি।
No comments