রক্তের যোগান দিতে মানবিক? চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত!গ্রীষ্মকালে রক্তের টান পড়ে প্রত্যেকটি হাসপাতালে বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্তে রোগীদের জন্য রক্তের প্রয়োজন রক্ত কোথাও তৈরি হয় না প্রত্যেকের শরীর থেকে ফোটা ফোটা রক্তের দানে…
রক্তের যোগান দিতে মানবিক? চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত!
গ্রীষ্মকালে রক্তের টান পড়ে প্রত্যেকটি হাসপাতালে বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্তে রোগীদের জন্য রক্তের প্রয়োজন রক্ত কোথাও তৈরি হয় না প্রত্যেকের শরীর থেকে ফোটা ফোটা রক্তের দানের মধ্য দিয়ে মূহর্ষ রোগীদের বাঁচানো হয়। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী এবং হাসপাতালে গরমের সময় রক্তের যোগান করতে এগিয়ে এলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে সদস্য উদ্যোগেই আজ প্রায় ১৪৩ জন রক্তদাতা রক্ত দিতে এগিয়ে এলেন ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/3rXfT3E3uzY
দিলেন গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ ও প্রধান নিজেই। হলদিয়া মহকুমার হাসপাতাল এবং চৈতন্যপুর থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য রক্ত দেওয়ার ব্লাড ব্যাংক রয়েছে এ দুটি সংস্থাকেই রক্ত দিলেন। এই ধরনের রক্তদান শিবির করার উদ্যোগ নিয়েছেন জানালেন চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ মান্না। তিনি বলেন প্রচন্ড গরম পড়েছে রক্তের চাহিদা রয়েছে সেজন্যই তড়িঘড়ি করে সিদ্ধান্ত আমরা ২০০ জনের রক্ত দিবার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু আজ প্রায় ১৪৩ জন রক্তদাতা রক্ত দিলেন।
No comments