গ্যাস সিলেন্ডার ফেটে আগুন!
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত রঘুনাথপুর গ্রাম এলাকায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেঁটে আগুন লেগে যায় । আগুনে ভস্মীভূত হয় সবকিছুই। পোশাক থেক…
গ্যাস সিলেন্ডার ফেটে আগুন!
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত রঘুনাথপুর গ্রাম এলাকায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেঁটে আগুন লেগে যায় । আগুনে ভস্মীভূত হয় সবকিছুই। পোশাক থেকে শুরু করে কয়েক হাজার টাকার নোটের বান্ডিল।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/TBnOeqefn4c
সূত্রে জানা যায় আবাস যোজনার ঘর পেয়েছেন এই বিধবা মহিলা স্বামী কয়েক বছর আগেই পরলোক গোপন করেছেন। মা এবং মেয়ে দুজনেই থাকেন। তাদেরকেই আর্থিক বছরেই আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। ঘরের কাজ চলছে ছাদ ঢালাইয়ের জন্য রড চিপস কেনার জন্য ব্যাংক থেকে টাকা তুলে এনেছিলেন। আজকের এই আগুনে সমস্ত টাকা, পোশাক সহ সবকিছুই পুড়ে ভুষিভূত হয়। এলাকার মানুষের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।
ছুটে যান চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ মান্না সহ অন্যান্য সদস্যবৃন্দ। সরকারের তরফ থেকে বাসন এবং প্রধান ব্যক্তিগতভাবে পোশাক কিনে দিয়েছেন বলে জানিয়েছেন। তবে কিভাবে এই আগুন লাগল সে নিয়ে তদন্তে নেমেছেন সুতাহাটা থানার পুলিশ।
No comments