Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গরমে চশমা থেকে র‌্যাশ হচ্ছে নাকের দু'পাশে? কালচে দাগ বসে গিয়েছে, কী ভাবে রেহাই পাবেন?

গরমে চশমা থেকে র‌্যাশ হচ্ছে নাকের দু'পাশে? কালচে দাগ বসে গিয়েছে, কী ভাবে রেহাই পাবেন?চশমার দাগ দূর করতে কোনও নামী ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করার প্রয়োজন নেই। স্টেরয়েড দেওয়া ক্রিমও মাখতে যাবেন না। এতে হিতে বিপরীত হবে। তার চ…

 


গরমে চশমা থেকে র‌্যাশ হচ্ছে নাকের দু'পাশে? কালচে দাগ বসে গিয়েছে, কী ভাবে রেহাই পাবেন?

চশমার দাগ দূর করতে কোনও নামী ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করার প্রয়োজন নেই। স্টেরয়েড দেওয়া ক্রিমও মাখতে যাবেন না। এতে হিতে বিপরীত হবে। তার চেয়ে ঘরোয়া টোটকাতেই সমস্যার সমাধান হতে পারে।গরমের দিনে চশমা থেকে নাকের দু'পাশে কালচে দাগ বসে যাওয়ার সমস্যায় অনেকেই নাজেহাল। একেই ভ্যাপসা গরম। দরদর করে ঘাম হচ্ছে। এই ঘাম জমে নাকের পাশে র‌্যাশও হচ্ছে। যাঁরা দীর্ঘ দিন ধরে চশমা পরেন, তাঁরা এই সমস্যা বিলক্ষণ বোঝেন। চশমা এঁটে বসে গিয়ে নাকের পাশে র‌্যাশ বা কালচে দাগ সহজে যেতে চায় না। কোনওরকম প্রসাধনীতেও তা ঢাকা পড়ে না। গরম যত বাড়ে, ততই জ্বালা, চুলকানি বাড়তে পারে।চশমার দাগ দূর করতে কোনও নামী ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করার প্রয়োজন নেই। স্টেরয়েড দেওয়া ক্রিমও মাখতে যাবেন না। এতে হিতে বিপরীত হবে। তার চেয়ে ঘরোয়া টোটকাতেই সমস্যার সমাধান হতে পারে।


চশমা থেকে র‌্যাশ, কালচে দাগ দূর হবে কী করে?


নিমপাতার রস


নিম পাতার রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে র‌্যাশের উপর লাগান। সপ্তাহে তিন দিন এই টোটকা ব্যবহার করলে জ্বালা, চুলকানি কমবে। কালচে দাগও উঠে যাবে।


আলুর রস


আলু ছোট ছোট করে কেটে থেঁতো করে নিন। তা থেকে রস বার করে নিন। সেই রস নাকের দু’পাশে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। রোজ এই কাজ করলে এক সপ্তাহেই নাকের দু’পাশ থেকে দাগ দূর হবে।চন্দন


২ চা- চামচ চন্দনের গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে নাকের দু'পাশে লাগান। চন্দনের প্রলেপ ত্বককে ঠান্ডা করে র‌্যাশের সমস্যা দূর করবে।


অ্যালো ভেরা জেল


ত্বকের যে কোনও সমস্যাতেই অ্যালো ভেরা ব্যবহার করা যায়। নাকের দাগ নির্মূল করতেও অ্যালো ভেরা পাতার নির্যাস দারুন ভাবে কার্যকর।


দই-মধুর প্যাক দই ও মধু, দু’টিরই অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ আছে। মধু প্রদাহনাশকও। দুই চামচ দইয়ের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে র‌্যাশের জায়গায় লাগাতে হবে। এতে সেই জায়গার ত্বক নরম হবে ও জ্বালা কমে যাবে।

No comments