সোয়াদিঘী খাল সংস্কারের কাজের গতি বাড়িয়ে আগামী বর্ষার পূর্বে পূর্ণাঙ্গ সংস্কারের দাবীতে সভা
তমলুক মহকুমার গুরুত্বপূর্ণ সোয়াদিঘী খালটি খনিজ দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলাপমেন্ট ট্রেডিং কোম্পানি লিমিটেড (WBMDTCL)সং…
সোয়াদিঘী খাল সংস্কারের কাজের গতি বাড়িয়ে আগামী বর্ষার পূর্বে পূর্ণাঙ্গ সংস্কারের দাবীতে সভা
তমলুক মহকুমার গুরুত্বপূর্ণ সোয়াদিঘী খালটি খনিজ দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলাপমেন্ট ট্রেডিং কোম্পানি লিমিটেড (WBMDTCL)সংস্কার করছে। প্রায় সাড়ে তিন মাস ঠিকাদার খাল সংস্কারে হাত দিলেও দেখা যাচ্ছে,তিন কিলোমিটার তো দূরের কথা,এক কিলোমিটার অংশও সেচ দপ্তরের কাটিং চার্ট অনুসারে পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। এই পরিপ্রেক্ষিতে আজ দেড়িয়াচক পুলতলায় সোয়াদিঘী খাল সংস্কার সমিতির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক মধুসূদন বেরা ও পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। নারায়ণবাবু তার বক্তব্যে বলেন,বর্ষা আসতে আর মাত্র দু মাস বাকি। প্রায় ১৯ কি.মি. দীর্ঘ সোয়াদিঘী খাল কবে পূর্ণাঙ্গ সংস্কার হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
সভায় অবিলম্বে খাল সংস্কারের কাজের গতি বাড়িয়ে আগামী বর্ষার পূর্বেই সমস্ত নিকাশী খালগুলি পূর্ণাঙ্গ সংস্কারের দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি ও সোয়াদিঘী খাল সংস্কার সমিতির যৌথ উদ্যোগে জেলা শাসক ও জেলা সেচ দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেওয়া হয়।
No comments