কংগ্রেসের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যুগ্ম সপ্তম স্থানাধিকারী এগরা শহর কংগ্রেসের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যুগ্ম সপ্তম স্থানাধিকারী এগরা স্বর্ণময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্নিতা হাজরা ও এগরা ঝাটুলাল উচ্চ বিদ্যালয…
কংগ্রেসের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যুগ্ম সপ্তম স্থানাধিকারী
এগরা শহর কংগ্রেসের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যুগ্ম সপ্তম স্থানাধিকারী এগরা স্বর্ণময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্নিতা হাজরা ও এগরা ঝাটুলাল উচ্চ বিদ্যালয়ের জৈৎসী ঘোষের বাড়িতে গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, সাধারণ সম্পাদক সাধনকান্তি উত্থাসনী, এগরা ১নং ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ জানা , এগরা শহর কংগ্রেসের সভাপতি অশোক মহাপাত্র, এগরা মহকুমা কংগ্রেসের সভাপতি আলপনা পট্টনায়ক।
No comments